এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনার সময় রাস্তায় গণ্ডি কাটা নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন মমতা, জেনে নিন

করোনার সময় রাস্তায় গণ্ডি কাটা নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন মমতা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এখনও করোনা ভাইরাস সম্পূর্ণরূপে বিলীন হয়নি। কিন্তু ভয়াবহ এই ভাইরাসকে নিয়ে বছর ভর রাজনীতি হয়েছে। লকডাউন থেকে শুরু করে গৃহবন্দি মানুষকে সাহায্য করা, অতীতে এই করোনা ভাইরাসকে নিয়ে শাসক থেকে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তরজা তৈরি হতে দেখা গেছে। আর এই পরিস্থিতিতে এবার সেই করোনা ভাইরাসের মত ভয়াবহ মারণ রোগের সময় কোনো রাজনৈতিক দল মানুষের পাশে না থাকলেও, তিনি অতন্দ্র প্রহরীর মত ছিলেন বলে নির্বাচনী প্রচারে দাবি করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অর্থাৎ মানুষের বিপদে-আপদে তৃণমূল কংগ্রেস যে সবসময় মানুষের পাশে রয়েছে, সেই কথাই প্রচার পর্বে তুলে ধরার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সূত্রের খবর, আজ বাঁকুড়ার সভা থেকে এই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বাম, বিজেপি এবং কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনারা করোনার সময় জানেন, কত মানুষ বিপদে পড়েছিল। আমি বাস পাঠিয়ে তাদের ফেরত নিয়ে এসেছিলাম। বিজেপি কিন্তু একটা ট্রেনের ভাড়াও দেয়নি। করোনার সময় বিজেপি-কংগ্রেস ঘুমোচ্ছিল। আমি রাস্তায় রাস্তায় ঘুরে গোল্লা কেটেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এতদিন করোনা ভাইরাসের সময় মমতা বন্দ্যোপাধ্যায় গণ্ডি কেটে কিভাবে মানুষকে পথ চলতে হবে, তা বুঝিয়ে দিয়েছিলেন। যাকে কটাক্ষ করেছিল বিরোধীরা। কিন্তু এবার সেই কথা তুলে ধরে পাল্টা বিরোধীদের এক হাত নিয়ে এই বিপদের সময় কেউ মানুষের পাশে থাকেনি বলে দাবি করলেন তৃণমূল নেত্রী।পর্যবেক্ষকদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনে লড়াইয় যে অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই যায়। আর এই লড়াইয়ে সাফল্য পাওয়ার রাস্তা যে খুব একটা কুসুমাকীর্ণ নয়, তা বলাই যায়। দিনকে দিন চাপ বাড়াচ্ছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে কিছুদিন আগেই ভয়াবহ আকার ধারণ করা করোনা ভাইরাসের সময় একমাত্র তিনিই মানুষের পাশে ছিলেন বলে প্রকাশ্য সভায় থেকে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাভাবিক ভাবেই তৃণমূল নেত্রী এই ধরনের দাবি করে বিপদে আপদে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে রয়েছে, তাই সকলে যাতে তৃণমূলকে সমর্থন করেন, সেই কথাই বোঝানোর চেষ্টা করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তৃণমূল নেত্রী করোনা ভাইরাসের মত ভয়াবহ মহামারীর সময় নিজেদের ভূমিকার কথা তুলে ধরলেও মানুষ ভোটবাক্সে এর প্রতিফলন হিসেবে কি রায় দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!