এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনার থাবা আরও একবার শাসক দলের অভ্যন্তরে, আক্রান্ত তৃণমূল বিধায়ক

করোনার থাবা আরও একবার শাসক দলের অভ্যন্তরে, আক্রান্ত তৃণমূল বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টরাজ্যজুড়ে করোনা পরিস্থিতি এই মুহূর্তে চূড়ান্ত ভয়াবহতা সৃষ্টি করেছে। রাজ্যবাসীর মনে আতঙ্ক তীব্র হচ্ছে দিনিদিন। প্রায় প্রতিদিন রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড হারে বেড়ে চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি আয়ত্তে আনতে রাজ্য সরকার আবার কঠোর লকডাউনের রাস্তায় ফিরে গেছে কনটেইনমেন্ট এলাকাগুলিতে। তবে এই পরিস্থিতিতে শাসকদলের চিন্তা বাড়াচ্ছে অবশ্য অন্য একটি ব্যাপার। করোনা তার থাবা ইতিমধ্যে প্রসারিত করেছে শাসকদলের অন্দরে।

তৃণমূলের একের পর এক মন্ত্রী থেকে কর্মী ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যেমন সুজিত বোস। আবার কেউ মৃত্যুর মুখেও ঢলে পড়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফলতার ইধায়ক তমোনাশ ঘোষ। এই অবস্থায় তৃণমূল প্রশাসনের আতঙ্ক বাড়ানোর আরও একটি খবর জানা গিয়েছে। আরো একজন তৃণমূল বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়কের শরীরে সম্প্রতি বাসা বেধেছে করোনা। দুদিন আগেই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে শারীরিক পরীক্ষা করা হয়। আর তাতে রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। তবে সূত্রের খবর, এই মুহূর্তে কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডল হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অন্যদিকে আনলক ওয়ান এবং টু শুরু হওয়ার পর থেকেই সংক্রমণ বেড়ে চলেছে রাজ্যে ক্রমাগত। এই নিয়ে বিতর্ক চলছেই।

বিশেষজ্ঞদের দাবি, আনলক ওয়ান এবং টু শুরু হওয়ার কারণে লকডাউন এর গুরুত্ব ক্রমাগত হ্রাস পেয়েছে। সাধারণ মানুষ আনলক ওয়ান, টু পালন করতে গিয়ে লকডাউন এর গুরুত্ব বুঝতে পারেননি বলে মনে করছেন তাঁরা। ফলস্বরূপ প্রতিনিয়ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মুহুর্মুহু বেড়ে চলেছে বর্তমানে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার এবার নতুন করে লকডাউন ফিরিয়ে আনলেন রাজ্যে। আপাতত রাজ্যের পরিস্থিতি এবার কোন দিকে মোড় নেয়, সেদিকেই চোখ থাকবে রাজ্যের ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!