এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনার থাবায় কাটছাট রেল পরিষেবা, বাতিল হলো একাধিক ট্রেন

করোনার থাবায় কাটছাট রেল পরিষেবা, বাতিল হলো একাধিক ট্রেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার থাবায় বিপর্যস্ত রেল পরিষেবা। পূর্ব রেলের একাধিক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আবার করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে কিছু কিছু ক্ষেত্রে যাত্রীসংখ্যা হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে একাধিক ট্রেন বাতিল করে দেবার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদা ডিভিশনের ৫৪ জোড়া লোকাল ট্রেন বাতিল করে দেয়া হচ্ছে। এছাড়া আগামী সোমবার থেকে বেশকিছু স্বল্প দূরত্বের ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি, পূর্ব রেলের ১২০০ জনের বেশি কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র শিয়ালদা ডিভিশনেরই ৭৫০ জন রেলকর্মী করোনা আক্রান্ত। এই কারণে রেল পরিষেবা কাটছাঁট করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। লোকাল ট্রেন বাতিল করে দেওয়ার পাশাপাশি বেশ কিছু স্বল্প দূরত্বের ট্রেনও বাতিল করে দেয়া হচ্ছে আগামী সোমবার থেকে। সেদিন মালদা নবদ্বীপ ধাম স্পেশাল ট্রেন বাতিল করে দেয়া হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঙ্গলবার থেকে একাধিক ট্রেন বাতিল করা হবে। যার মধ্যে আছে নবদ্বীপ ধাম মালদা স্পেশাল, হাওড়া বোলপুর, বোলপুর হাওড়া, শিয়ালদা আসানসোল, আসানসোল শিয়ালদা, হাওড়া সিউড়ি, সিউড়ি হাওড়া, দিঘা আসানসোল, আসানসোল দিঘা, আসানসোল টাটা, টাটা আসানসোল স্পেশালের মতো বহু স্বল্প দূরত্বের ট্রেন।

গত মাস থেকেই ব্যাপক করোনা সংক্রমনের কারণে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। আজ হাওড়ার ১৬ টি প্যাসেঞ্জার ট্রেন, ১৯ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হলো । মেট্রো ট্রেনের সংখ্যাও কমে এসেছে চলতি সপ্তাহে। স্বাভাবিক সংখ্যার তুলনায় কম সংখ্যায় মেট্রো ট্রেন চালানো হয়েছে। তবে, দূরপাল্লার ট্রেনের পরিষেবা যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!