এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার থাবায় সুরহীন বলিউড, লোকান্তরে স্বনামধন্য সুরকার

করোনার থাবায় সুরহীন বলিউড, লোকান্তরে স্বনামধন্য সুরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা-সংক্রমণ- মৃত্যু, এটাই ছিল গত ২০২০ সালের ললাট লিখন, চলতি বছরে যা আবার ফিরে এসেছে। করোনার ভয়াবহ সংক্রমণে একের পর এক জীবনদীপ নিভছে অকালে। এই আবহে এবার প্রাণ হারালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি নাদিম-শ্রাবন জুটির শ্রাবণ কুমার রাঠোর। গতকাল রাতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এই বিখ্যাত সুরকার।

প্রসঙ্গত, অল্প কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন সুরকার শ্রাবণ কুমার রাঠোর। করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর পুত্র ও সংগীত পরিচালক সঞ্জীব রাঠোর জানিয়েছেন, তাঁর পিতার শরীরে করোনা সংক্রমণ ভয়ানক প্রভাব ফেলেছিল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত কাল রাত ১০ টা বেজে ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর ছেলে সঞ্জীব রাঠোর তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৯০ এর দশকের অত্যন্ত জনপ্রিয় জুটি ছিলেন নাদিম-শ্রাবন জুড়ি। একের পর এক বিখ্যাত হিন্দি ছায়াছবির সংগীতের সুর দিয়েছিলেন তাঁরা। শ্রাবণ রাঠোরের মৃত্যুতে এক যুগের অবসান হলো, বলা চলে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাধিক সঙ্গীত জগতের মানুষ। গায়িকা শ্রেয়া ঘোষাল জানিয়েছেন, তাঁর মৃত্যুর খবর তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। সত্যিকারের একজন বিনীত মানুষ ছিলেন তিনি। একজন বড় সংগীত পরিচালক ছিলেন তিনি। তাঁর চলে যাওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। ভগবান তাঁর পরিবারকে শক্তি দিন।

শ্রাবণ রাঠোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা অক্ষয় কুমার। ধারকান ছবির প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। শ্রাবণ রাঠোর এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। একের পর এক অভিনেতা, সংগীতশিল্পী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সুরকার নাদিম সইফি
জানালেন, শ্রাবণ রাঠোর বেঁচে নেই। তাঁর যন্ত্রনা তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না। তিনি তাঁর প্রাণের বন্ধু, তাঁর সবকিছুর সঙ্গী ছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!