এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার তীব্র সংক্রমনের পটভূমিতে জনতা কার্ফুর প্রসঙ্গ উত্থাপন প্রধানমন্ত্রীর

করোনার তীব্র সংক্রমনের পটভূমিতে জনতা কার্ফুর প্রসঙ্গ উত্থাপন প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশজুড়ে, উদ্বেগের সঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে দৈনিক করোনার সংক্রমণ। পরিস্থিতি আবার গত বছরের মতো অবস্থা হতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় করোণা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭১৪ জন।

দৈনিক করোনা আক্রান্তের বিচারে যা আবার একটি রেকর্ড। এর সঙ্গেই গত ২৪ ঘণ্টায় ৩১২ জনের মৃত্যু ঘটেছে করোনায়। চলতি বছরে এটিও একটি রেকর্ড। এবার এই পরিস্থিতিতে গতবছরের জনতা কারফিউর প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি সদ্য বাংলাদেশ সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। আজ মন কি বাত অনুষ্ঠানে যোগদান করলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বর্ষ পূর্তি উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। আজ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এই অনুষ্ঠানের ৭৫ তম পর্ব। এই অনুষ্ঠানে সাফল্যের জন্য দেশবাসীকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানালেন যে, করোনা সংক্রমনের বিরুদ্ধে লড়াই করার জন্য গত বছর মার্চে মাসে দেশে জনতা কারফিউ জারি করা হয়েছিল। ভারতের এই জনতা কারফিউ বিশ্বের কাছে ছিল অনুপ্রেরণা। জনতা কারফিউকে সফল করার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে অভিনন্দন জানালেন।

প্রধানমন্ত্রী জানান, গত ২০২০ সালের মার্চ মাসে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে দেশ যথেষ্ট সতর্ক ছিল। তিনি জানালেন, সেসময় করোনার ভ্যাকসিনের অপেক্ষা করছিলেন সকলে, কিন্তু এখন ভারত অন্য দেশগুলিকে করোনা মোকাবিলার জন্য করোনার ভ্যাকসিন সরবরাহ করছে। প্রধানমন্ত্রী জানালেন, এখন দেশে চলছে বিশ্বের সর্ববৃহৎ করোনা টিকাকরণ কর্মসূচি।

প্রধানমন্ত্রী জানালেন, ভ্যাক্সিনেশন অভিযানে উত্তরপ্রদেশের জৌনপুরের ১০৯ বছরের বৃদ্ধা করোনার ভ্যাকসিন নিয়েছেন। তেমন দিল্লিতে ১০৭ বছরের প্রবীণ নাগরিকও করোনার ভ্যাকসিন নিয়েছেন। প্রধানমন্ত্রী জানালেন,’দাওয়াই ভি, কড়াই ভি’ এই মন্ত্রের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন ঘটাতে হবে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে জানালেন যে, টিকাকরণ চলছে, কিন্তু করোনা নিয়ে সতর্ক থাকতে হবে, এ বিষয়ে বিন্দুমাত্র শিথিলতা দেখানো যাবে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!