এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনার টিকা দিলেন অপ্রশিক্ষিত তৃণমূল নেত্রী, রাজ্য জুড়ে সমালোচনার ঝড়

করোনার টিকা দিলেন অপ্রশিক্ষিত তৃণমূল নেত্রী, রাজ্য জুড়ে সমালোচনার ঝড়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টকরোনা টিকাকরণ নিয়ে বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না রাজ্য প্রশাসনের। একে তো ভুয়া টিকাকরণ কাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, বিরোধীরা একের পর এক তোপ দাগছে সরকারের প্রতি। ঠিক সেসময় আরো একটি বিতর্কিত ঘটনা সামনে এলো পশ্চিম বর্ধমান জেলার। সেখানে চলছিল করোনার টিকাকরণ শিবির। ডাক্তার, নার্স সবাই উপস্থিত ছিলেন। কিন্তু তা সত্বেও টিকা দিতে এগিয়ে এলেন আসানসোল পৌরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূল নেত্রী তাবাসসুম আরা। সূত্রের খবর, তিনি নার্সের হাত থেকে সিরিজ নিয়ে নিজেই টিকাকরণ করেন এক মহিলার। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

শনিবার পশ্চিম বর্ধমান জেলার কুলটি সিতারামপুরের চবকা এলাকায় একটি টিকাকরণ শিবিরের ঘটনা এটি। এই ঘটনা সম্পর্কে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পাশাপাশি তিনি এই ঘটনার জন্য দায়ী করেছেন রাজ্য সরকারকে। একইসাথে অবশ্য তাবাসসুম আরার সমালোচনা করেছেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা। এ প্রসঙ্গে আসানসোল পুরসভার স্বাস্থ্য আধিকারিক দীপক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এভাবে কখনো টিকাকরণ করা যায়না। যিনি স্বাস্থ্যকর্মী তাঁরই টিকা দেওয়া উচিত। অন্যদিকে প্রায় একই কথা বলেছেন সমালোচনা চালিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাঝি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের কাজ যেটা সেটা তাঁরা করলেই ভালো হয়। এক্ষেত্রে অন্য কারো এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। প্রশ্ন উঠেছে, তাবাসসুম আরা কি কোনোভাবে প্রশিক্ষিত টিকা দেওয়ার ব্যাপারে? এই নিয়ে অবশ্য তাবাসসুম জানিয়েছেন, তিনি সচেতনতা বাড়াতেই এই কাজ করেছেন। তবে স্কুলে পড়াকালীন তিনি নার্সিং কোর্স করেছিলেন বলে দাবি করেছেন। অন্যদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত একের পর এক তোপ দেগে চলেছেন বিজেপি নেতা মন্ত্রীরা। এদিন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বাবুল সুপ্রিয় টুইট করে অভিযোগ করেন, প্রশাসকদের ওপর রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

এক্ষেত্রে তিনি তাবাসসুমের শাস্তি নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, যদি এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে অবশ্য সুখেন্দুশেখর রায় হাতুড়ে ডাক্তারের প্রসঙ্গটি তুলেছেন। তবে তিনি ব্যাপারটিকে হাতুড়ে ডাক্তারদের সাহায্য নেওয়ার কথা বলে ধামাচাপা দিতে চাইছেন এমনই অভিযোগ বিরোধীদের। অন্যদিকে এ ধরনের ঘটনা যে রাজ্য সরকারকে আবারও তীব্র অস্বস্তির মুখে ফেলল, সে ব্যাপারে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে আসানসোলের তৃণমূল নেত্রী তাবাসসুম আরার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!