এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার তৃতীয় ঢেউয়ের আঘাত থেকে বাঁচাতে শিশুদের জন্য স্পেশাল ব্যবস্থা, উদ্বেগে চিকিৎসকরা

করোনার তৃতীয় ঢেউয়ের আঘাত থেকে বাঁচাতে শিশুদের জন্য স্পেশাল ব্যবস্থা, উদ্বেগে চিকিৎসকরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারা বিশ্বজুড়ে করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামলাতে না সামলাতে এসে যায় দ্বিতীয় ঢেউ এবং এই দ্বিতীয় ঢেউ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে ভারতে। এই পরিস্থিতিতে এবার আরও বড় আশঙ্কার কথা জানালেন বিশিষ্ট হার্ট সার্জেন দেবি শেট্টি। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আর কিছুদিনের মধ্যেই হয়তো ভারতে করোনার তৃতীয় ঢেউ এসে ধাক্কা মারবে। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি বিপদের সম্ভাবনা থাকছে শিশুদের নিয়ে। আর সেই আশঙ্কা থেকেই এবার শিশুদের জন্য আগেভাগেই থাকছে নবান্নের ব্যবস্থা।

ইতিমধ্যেই নবান্নের নির্দেশ, পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট তথা পিকু, স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট এবং জেনারেল বেড মিলিয়ে প্রায় 12 হাজার বেডের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি জেলার স্বাস্থ্য অধিকর্তাকে তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলানোর জন্য পরিকাঠামো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

করোনার তৃতীয় ঢেউয়ে যেহেতু আক্রান্তের সম্ভাবনা বেশি শিশুদের, তাই যা যা প্রয়োজন, সব আগেভাগেই হাজির রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে। অন্যদিকে দেবী শেট্টির অভিমত অনুযায়ী, শিশুরা যেহেতু ছোট তাই তাঁদেরকে সামলানোর জন্য কম বয়সী নার্স এবং চিকিৎসকদের ওপর এই দায়িত্ব থাকলো ভালো হয়।

একইসাথে কম বয়সী দম্পতিদের টিকাকরণ যে এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন সে কথাও তিনি বলেন। অন্যদিকে ইতিমধ্যে নবান্ন থেকে জেলা স্বাস্থ্য আধিকারিকদের কাছে বেশ কয়েকটি নির্দেশ পৌঁছে গেছে। সেখানে বলা হয়েছে যেসব শিশুদের বয়স তিন মাস থেকে বারো বছরের মধ্যে, তাঁদের শরীরে যদি করোনার সামান্যতম উপসর্গ দেখা দেয়, তাহলে তাঁদের সরকারি হাসপাতালে জেনারেল বেডে রেখে চিকিৎসার কথা বলা হয়েছে। আর সে কারণেই 10000 বেড রেডি রাখতে বলা হয়েছে। পাশাপাশি সদ্যোজাত করোনা আক্রান্ত শিশুদের জন্য পৃথক বেড তৈরি করার কথা বলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে করোনা আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা রাখতে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল, মহকুমা হাসপাতালে পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর। বাংলায় সব থেকে বেশি সংক্রমণ দেখা যায় কলকাতায় এবং উত্তর 24 পরগনায়। সে ক্ষেত্রে কলকাতার দশটি হাসপাতালে করোনা আক্রান্ত শিশুদের জন্য 240 টি পিকু বেডের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনায় বারোটি হাসপাতালেও এই ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে।

পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ সামলাতে সরকারি নার্স এবং আশা কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের সামলানোর জন্য আগেভাগে সবরকম ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য সরকার। দ্বিতীয় ঢেউ যেভাবে মারাত্মক আকার ধারণ করেছিল, তৃতীয় ঢেউ যাতে শিশুদেরকে সেভাবে আঘাত না করতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে। তবে পূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হলেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে চরম উদ্বেগে চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!