এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার তৃতীয় ঢেউ নিয়ে অজানা তথ্য এল সামনে, চরম উদ্বেগে চিকিৎসকরা

করোনার তৃতীয় ঢেউ নিয়ে অজানা তথ্য এল সামনে, চরম উদ্বেগে চিকিৎসকরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রীতিমতো বেসামাল জনজীবন। পরিস্থিতি কোনরকমে সামাল দেবার চেষ্টা চলতেই তৃতীয় বার করোনা হানার কথা শোনা যায়। বলা হচ্ছিল, হয়তো আর কিছুদিনের মধ্যেই দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে এবং এই তৃতীয় ঢেউ প্রথম দুটির থেকে আরও মারাত্মক হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। কিন্তু এবার সামনে এলো আরেকটি নতুন তথ্য। জানা গিয়েছে আইসিএমআর এর পক্ষ থেকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে একটি নতুন তথ্য পাওয়া গিয়েছে।

সেক্ষেত্রে খবর, অন্তত পুজোর আগে করোনার তৃতীয় ঢেউ আসার কোন সম্ভাবনা নেই। বরঞ্চ আগামী বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ এর মধ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ভারতে বলে জানিয়েছেন আইসিএমআর এর ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডঃ এন কে অরোরা। তিনি জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ আসতে এখনও বেশ কয়েক মাস বাকি। তাই সময় নষ্ট না করে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই দেশের প্রত্যেক মানুষের টিকাকরণ আবশ্যিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার কাজ করতে হবে বলে তিনি জানান। অন্যদিকে 12 থেকে 18 বছর বয়সী প্রত্যেককে করোনার টিকা দ্রুতহারে দেওয়ার কথা বলা হয়েছে ইতিমধ্যেই। কারণ করোনা তৃতীয় দফায় সংক্রমণ ছড়াবে শিশু-কিশোরদের ওপর বলে মনে করা হচ্ছে। টিকাকরণে গতি আনার জন্য ডক্টর এন কে অরোরা জানিয়েছেন, সমস্ত কিছু ঠিক ঠাক থাকলে জুলাইয়ের শেষে কিংবা আগস্ট এর শুরু থেকে ক্যাডিলার ভ্যাকসিন চলে আসবে বাজারে।

সেক্ষেত্রে আরও দ্রুত টিকাকরণ প্রক্রিয়া চলবে বলে মনে করা হচ্ছে এবং শিশুদেরকেও এই টিকা দেওয়া যাবে বলে উল্লেখযোগ্য মন্তব্য করেছেন ডক্টর অরোরা। অন্যদিকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে ইতিমধ্যেই চরম উদ্বেগে রয়েছেন বিশ্বের তাবড় বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। তাঁদের মতে, প্রতিষেধক নেওয়া হলেও প্রত্যেককে করোনার স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। তবে দেরিতে হলেও করোনার তৃতীয় ঢেউ যে ভয়াবহ আকারে আছড়ে পড়বে, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!