এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনার তৃতীয় ঢেউ রুখতে আরও কড়া হচ্ছে জেলা প্রশাসন নবান্নের নির্দেশে

করোনার তৃতীয় ঢেউ রুখতে আরও কড়া হচ্ছে জেলা প্রশাসন নবান্নের নির্দেশে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ নিম্নমুখী হওয়া মাত্রই রাজ্যে শুরু হয়ে গেছে নিয়ম ভাঙার পালা। বিভিন্ন জায়গায় মানুষের অসচেতনতার দৃষ্টান্ত চোখে পড়ছে। তাই এবার কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। গত 14 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নতুন নির্দেশিকার মাধ্যমে ঘোষণা করেছিলেন, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিলেও রাত্রি নটা থেকে পাঁচটা পর্যন্ত চালু থাকবে নাইট কার্ফু। কার্যত রাত ন’টার পরে জরুরি প্রয়োজন ছাড়া যাতে কেউ বাড়ির বাইরে না বের হন সেরকমই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, সে নির্দেশিকাকে হেলায় সরিয়ে দিয়ে রাত 9 টার পর রাস্তায় ভালোই লোক বের হচ্ছে।

তাই এবার নবান্নের নির্দেশে জেলা প্রশাসন কড়া পদক্ষেপ নিতে চলেছে। কার্যত নাইট কার্ফু ভাঙলে এবার দিতে হতে পারে মোটা অংকের জরিমানা। শনিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নবান্নে একটি বৈঠক করেন রাজ্যের জেলাশাসকদের নিয়ে। আর সেখানেই নতুন নির্দেশ দেওয়া হয়েছে। এবার থেকে করোনার নিয়মবিধি না মানলে মোটা জরিমানা চালু হতে চলেছে। পাশাপাশি রাজ্যের সর্বত্র নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। করোনার তৃতীয় ঢেউ নিয়ে এমনিতেই বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন। সেই সূত্রে রাজ্যকে যাতে নিরাপদ রাখা যায়, তার জন্য বেশ কিছু কঠোর নিয়মাবলী চালু আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শনিবারের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, সর্বত্র যাতে নিয়ম মেনে দোকান, বাজার খোলা হয় সেদিকে নজর রাখতে। নির্দিষ্ট সময়ের বাইরে যাতে কেউ দোকান খোলা না রাখে সেদিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। শুধু কড়া পদক্ষেপ নয়, জেলায় জেলায় মানুষকে সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। পাশাপাশি নিয়ম না মানলে তাঁদের সতর্ক করার কাজ করতে হবে। সেক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে স্থানীয় স্তরে ব্যবসায়ী সংগঠনগুলিকে।

তাই তাঁদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নবান্নের বিধি-নিষেধ এবং নাইট কার্ফু সম্পর্কে মাইকে প্রচার চালানোর কথা বলা হয়েছে। সবমিলিয়ে রাজ্যে করোনার তৃতীয় ঢেউ রুখতে মরিয়া রাজ্য সরকার। সেক্ষেত্রে সাধারণ মানুষের সর্তকতা ও সচেতনতা যে অত্যন্ত জরুরি, তা নিয়ে কোন সন্দেহ নেই। মুহুর্তের অসতর্কতা বড় বিপদ ডেকে আনতে পারে। তাই মানুষের সতর্কতা জারি রাখতে আগামী দিনে আবারও কঠোর বিধি-নিষেধ চালু হয়ে যাওয়া আশ্চর্যের নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!