এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার তৃতীয় ঢেউয়ের হাতছানির মধ্যেই এবার স্কুল-কলেজ খুলতে চলেছে এই রাজ্যে

করোনার তৃতীয় ঢেউয়ের হাতছানির মধ্যেই এবার স্কুল-কলেজ খুলতে চলেছে এই রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ অনেকটা স্তিমিত হয়ে গেছে। কিন্তু আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের। এই পরিস্থিতিতে কবে থেকে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান? তা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। এই অবস্থায় তামিলনাড়ুতে আগামী মাস থেকে স্কুল-কলেজ খুলে দেবার সিদ্ধান্ত নিল সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হবে। এরপর অন্যান্য ক্লাসের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।

এদিকে আগামীকাল থেকে তামিলনাড়ুতে সমস্ত রকম সিনেমা হল, প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, ৫০% দর্শক নিয়েই সিনেমা হল চালানো যাবে বলে, নির্দেশ এসেছে। এক্ষেত্রে সিনেমাহলের কর্মীদের দু ডোজ ভ্যাকসিন দেওয়া আবশ্যিক বলে জানানো হয়েছে। এ বিষয়ে নজর রাখতে বলা হয়েছে হল কতৃপক্ষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিনেমা হল খোলার পাশাপাশি আরও বেশ কিছু ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হলো আগামী ১লা সেপ্টেম্বর থেকে স্কুল, কলেজ খুলতে চলেছে তামিলনাড়ুতে। জানা যাচ্ছে, প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। ১৫ দিন ক্লাস হবার পর পরিস্থিতির বিচার বিবেচনা করে অষ্টম শ্রেণির ক্লাস শুরু হবে। তবে পরিস্থিতির ওপর সমস্ত কিছু নির্ভর করবে।

১ লা সেপ্টেম্বর থেকে কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেদিন থেকে রোটেশন অনুযায়ী পলিটেকনিক কলেজ গুলো খুলে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে স্কুল-কলেজের ক্ষেত্রে বেশ কিছু বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। প্রথমত স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী সকলকেই দু ডোজ ভ্যাকসিন নিতে হবে। না হলে তাঁরা স্কুল, কলেজে যোগদান করতে পারবেন না। পড়ুয়াদের খাবার সরবরাহ করার অনুমতিও দেয়া হয়েছে স্কুলগুলোকে। তবে, স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!