এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার ভ্যাকসিনেসনে গতি আনতে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের

করোনার ভ্যাকসিনেসনে গতি আনতে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার ভ্যাকসিনের তীব্র অভারের মধ্যেও এখনো পর্যন্ত রাজ্যের দেড় কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে, এখনও বহু মানুষকে ভ্যাকসিন দেওয়া বাকি আছে। এই পরিস্থিতিতে টিকাকরণ পক্রিয়ায় গতি আনতে বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ রাজ্যের হাতে ৮০ হাজার ডোজ কোভ্যাকসিন এসে পৌঁছেছে। এরপরই রাজ্যের ভ্যাকসিনেশনের গতি আনতে ড্রাইভ ইন ভ্যাক্সিনেশন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি কলকাতায় শুরু হলো ড্রাইভ ইন ভ্যাক্সিনেশন কর্মসূচি। আজ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে এই কাজ শুরু হলো কলকাতায়। আজ কলকাতার পার্ক সার্কাস, রাসবিহারী লেক সহ একাধিক জায়গায় বড় বড় শপিং মলে ভ্যাক্সিনেশন কর্মসূচি শুরু হলো। বহু মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড় করানো হয়েছে ও দ্রুত গতিতে কাজ চলছে টিকাকরণের। আবার, লেক মার্কেটের সামনে গাড়ি দাঁড় করিয়েও ভ্যাক্সিনেশন চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন যে, দ্রুত ভ্যাক্সিনেশনের সঙ্গে সঙ্গে গাড়ির ব্যবস্থাও রাখা হয়েছে। যদি ভ্যাকসিন নেওয়ার পর এর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কেউ অসুস্থ হয়ে পড়েন, তবে দ্রুত তাঁকে হাসপাতাল নিয়ে যাবার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ যাতে কোন সমস্যায় না পড়েন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

আবার, কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুক মাই শো থেকে ভ্যাক্সিনেশন বুক করার ব্যবস্থা চালু হলো। হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভ্যাকসিন পেতে সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে, এ কারণে সুষ্ঠুভাবে যাতে মানুষ ভ্যাক্সিনেশন বুক করাতে পারেন, তাই এই উদ্যোগ নেওয়া হল। ৮৫০ টাকা খরচ করে এই বুকিং শুরু হয়েছে মেডিকা হাসপাতালে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!