এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার ভয়াবহতায় ত্রস্ত রাজ্যবাসী পরিস্থিতি সামাল দিতে টাস্কফোর্স

করোনার ভয়াবহতায় ত্রস্ত রাজ্যবাসী পরিস্থিতি সামাল দিতে টাস্কফোর্স


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে করোনার দাপটে আতঙ্কিত রাজ্যবাসী। প্রায় প্রতিদিন বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। বেড়ে চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। লাগামহীন সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। এই দুইয়ের ধাক্কায় ইতিমধ্যেই বর্তমান রাজ্য সরকার কিছুটা বিপর্যস্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 12876 জন। মারা গিয়েছেন 59 জন। সুস্থতার হার ক্রমাগত কমতে শুরু করেছে। বর্তমানে 88.01% সুস্থতার হার রাজ্যে। কলকাতাই এখনো পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে।

গত 24 ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে 2830 জন। কলকাতার পরেই আসে উত্তর 24 পরগনার নাম। সেখানেও নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন গত 24 ঘণ্টায় 2585 জন। বিধাননগরেও ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমণের বহর। গত 24 ঘন্টায় শুধুমাত্র বিধাননগর থেকেই পাঁচজন মারা গিয়েছে। রোগীদের সুরক্ষা বজায় রাখতে আবার সেফ হাউসগুলো খোলার পরিকল্পনা চলছে।

অন্যদিকে নির্বাচনের মাঝেই রাজ্যে করোনা সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় সমস্ত রোড শো সহ মিছিল বাতিল করে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। বেশিরভাগই ভার্চুয়াল প্রচারেই ঝুঁকেছেন। কিন্তু তা সত্বেও কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে 52646 টি টেস্ট হয়েছে। তার মধ্যে 7.10% রিপোর্ট পজিটিভ যা যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্য স্বাস্থ্য দফতরের কপালে। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 74737। তবে সংক্রমণের হার প্রায় প্রতিদিন রেকর্ডহারে বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্য সচিবের নেতৃত্বে ইতিমধ্যেই একটি টাক্সফোর্স তৈরি করা হয়েছে। এই টাস্ক ফোর্সকে সাহায্য করতে গঠিত হয়েছে ওয়ার্কিং কমিটি। বিভিন্ন হাসপাতালে বাড়িয়ে দেওয়া হয়েছে কোভিড বেড।

অক্সিজেন সরবরাহ স্বাভাবিক থাকে যাতে তার জন্য অন্য রাজ্যে অক্সিজেন পাঠানো আপাতত বাংলার জন্য স্থগিত রাখতে চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই মুহুর্তে নির্বাচনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নির্দিষ্টভাবে করোনার বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছে্ন। মাস্ক এবং স্যানিটাইজারের যথাযথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে মানুষের আতঙ্ক লাগাতার বেড়ে চলেছে। এই অবস্থায় করোনার বেঙ্গল স্ট্রেইনকে কি করে কোণঠাসা করা যায়, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!