এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার ভয়ে কাঁপছেন? এখনই ভেঙে পড়বেন না, এই তথ্যটা জেনে রাখুন – বুকে অনেকটাই বল পাবেন!

করোনার ভয়ে কাঁপছেন? এখনই ভেঙে পড়বেন না, এই তথ্যটা জেনে রাখুন – বুকে অনেকটাই বল পাবেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার ভয়াবহতা দেখে নিয়েছে মানুষ। এখনও সেই আতঙ্কের রেশ বর্তমান। দেশের হাজার হাজার মানুষ ইতিমধ্যে করোনার হাতে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে করোনার হাত থেকে বাঁচার জন্য ইতিমধ্যে চিকিৎসক, বিশেষজ্ঞরা দাবি করেছেন- প্রতিষেধক ও ওষুধের। ইতিমধ্যে বহু দেশ করোনা প্রতিষেধক আবিষ্কারের দিকে কয়েক ধাপ এগোলেও এখনো পুরোপুরি আশার কথা বলা যাচ্ছেনা। এই অবস্থাতেই কিছুটা আশার খবর শোনাচ্ছে দেশের স্বাস্থ্যমন্ত্রক।

রেকর্ড সংখ্যক করোনা বৃদ্ধির সাথে সাথেই এবার রেকর্ড সংখ্যক সুস্থতার হারও দেখা যাচ্ছে দেশজুড়ে। ইতিমধ্যেই দেশজুড়ে 15 লক্ষের গন্ডি ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। দৈনিক আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। তবে এর মধ্যেই দেখা যাচ্ছে 15 লক্ষ 82 হাজার 730 জন করোনা রোগীর মধ্যে 10 লক্ষ 19 হাজার 297 জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। যা অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 33 হাজার 236 জনের। গোটা দেশে এই মুহূর্তে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা 5 লক্ষ 28 হাজার 459। অর্থাৎ মোট আক্রান্তের 33.4 শতাংশ বলে জানা যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে যেভাবে রেকর্ড সংখ্যক হারে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশজুড়ে, সেখানে রেকর্ড হারে সুস্থতার খবর আক্রান্তদের মনোবল বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে। গত 10 মার্চ থেকে করোনার সূত্রপাত। জানা যাচ্ছে, মোট 10 লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছেন দেড়শ দিনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যাদের মধ্যে প্রথম আড়াই লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছে 114 দিনে। পরের আড়াই লক্ষ মানুষের সুস্থ হতে সময় লেগেছে 17 দিন। সংখ্যাটা সাড়ে সাত লক্ষ্যে পৌঁছেছে আরো 11 দিনে। আর এবার 10 লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছে মাত্র 8 দিনে। শুধুমাত্র ভারতেই করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতার হার দেখা যাচ্ছে 64.4 শতাংশ। যেখানে গোটা বিশ্বে 61.9 শতাংশ সুস্থতার হার। তবে জানা যাচ্ছে, শুধুমাত্র দিল্লিতেই সুস্থ হয়েছেন 89% মানুষ। অন্যদিকে লাদাখে সুস্থতার হার দাঁড়িয়েছে 80% য়।

অন্যদিকে, হরিয়ানায় 78 শতাংশ এবং অসমে 76 শতাংশ সুস্থতার হার দেখা যাছে। তেলেঙ্গানায় দেখা যাচ্ছে 75% মানুষ সুস্থ হয়ে উঠেছেন এখনো পর্যন্ত। সংখ্যাতত্ত্বের বিচারে মহারাষ্ট্রে এখনো পর্যন্ত দু লক্ষ 39 হাজার 755 জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সেখানে আক্রান্তের সংখ্যা ছিল 8 লক্ষ 651 জন। অন্যদিকে তামিলনাড়ুতে 34 হাজার 114 জন আক্রান্তের মধ্যে এখনো পর্যন্ত 1 লক্ষ 72 হাজার 883 জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। তবে শতাংশের হারে দেখা যাচ্ছে, দেশজুড়ে যতজন সুস্থ হয়ে উঠেছেন তার 53% রয়েছে দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু থেকে।

বিশেষজ্ঞদের মতে প্রতিষেধক আবিষ্কারের আগেই যেভাবে ভারতের বুকে সুস্থতার হার রেকর্ড সংখ্যক হারে বেড়ে চলেছে তা যথেষ্ট আশার আলো দেখাচ্ছে। বিশেষজ্ঞদের অনেকেই দাবি করেছিলেন আগে, করোনা প্রবল হারে বৃদ্ধি পেলেও একসময় তা কমতে বাধ্য। তবে চিকিৎসকদের দাবি, প্রতিষেধক আবিষ্কার হলে এই সুস্থতার হার আরও দ্রুত হারে বৃদ্ধি পাবে। আপাতত দেশবাসীকে স্বস্তি দিতে স্বাস্থ্যমন্ত্রকের এই পরিসংখ্যান সামনে এলেও পরিস্থতি পুরোপুরি ঠিক হতে যে আরও সময় লাগবে সেবিষয়ে নিশ্চিত সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!