এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনাতে আর নয় রেমডেসিভির ব্যবহার নির্দেশ নিষেধ ‘হু’র , কী বলছেন চিকিৎসকেরা

করোনাতে আর নয় রেমডেসিভির ব্যবহার নির্দেশ নিষেধ ‘হু’র , কী বলছেন চিকিৎসকেরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতি এই মুহূর্তে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্রতিদিন রেকর্ড সংখ্যক আক্রান্ত হচ্ছে করোনায় এবং মানুষ মারা যাচ্ছে। চিকিৎসার ভিন্ন ভিন্ন দিক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিন্তু সদ্যই করোনার চিকিৎসায় ব্যবহৃত প্লাজমা থেরাপি বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা হু। আর এবার করোনার আক্রান্তদের ওপর ব্যবহৃত অন্যতম ওষুধ রেমডেসিভিরের ওপরেও নিষেধাজ্ঞা নেমে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। করোনা চিকিৎসা পদ্ধতি থেকে প্লাজমা থেরাপি বাদ দেওয়ার পর আরও একটি ওষুধের নাম বাতিল হতে পারে বলে জানা যাচ্ছে।

সম্প্রতি দিল্লির গঙ্গারাম হাসপাতালের চেয়ারপারসন ডি এস রানা জানিয়েছেন, এবার হয়তো রেমডেসিভিরের ব্যবহার বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গত জানা যাচ্ছে, গত বছর থেকেই করোনা চিকিৎসায় এই অ্যান্টিভাইরাল ব্যবহারের ক্ষেত্রে প্রশ্ন তুলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এবার আরও একবার এই ওষুধের ব্যবহারের ক্ষেত্রে তাঁরা প্রশ্ন তুলল। এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিডের চিকিৎসায় রেমডেসিভির কাজ করে এমন কোন প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই এই ওষুধ বন্ধ হয়ে গেলেও কোনো ক্ষতি নেই বলে জানানো হয়েছে। এই মুহূর্তে করোনা সংকটে আতঙ্কিত সবাই। ডাক্তার থেকে রোগী প্রত্যেকে এই সংকট কাটানোর জন্য রাস্তা খুঁজে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার মধ্যেই রেমডেসিভির সংকট নিয়ে শুরু হয়েছে সমস্যা। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ ছিল আগেই, বুঝেশুনে এই ঔষধটি ব্যবহার করতে হবে। কিন্তু এবার প্রশ্ন উঠছে, এতদিন পর্যন্ত যে হারে রেমডেসিভির ব্যবহার করা হয়েছে, তাতে এবার যদি এই ওষুধটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে চিকিৎসকরা করোনা চিকিৎসার জন্য কোন ওষুধ ব্যবহার করবেন? এ প্রসঙ্গে ডাক্তার অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, অনেক মানুষের উপকারে লেগেছে এই রেমডেসিভির। অনেক ক্ষেত্রে এটি জীবনদায়ী ওষুধ হিসাবে কাজে লেগেছে। তাই কোন রকম সিদ্ধান্ত নেওয়ার আগে তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত।

অন্যদিকে হু এর নিষেধাজ্ঞা নিয়ে ডাক্তার অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, হু বরাবরই নিজেদের দুর্বলতম সংস্থা হিসেবে ধরে তুলে ধরেছে। তাঁদের তৎপরতার অভাবেই আজকে করোনা পরিস্থিতি এই জায়গায় এসে পৌঁছেছে। তাই হু এর ওপর ভরসা না করে নিজেদের ওষুধ নিয়ে গবেষণা করা উচিত বলে তিনি জানান। তবে চিকিৎসকরা মেনে নিচ্ছেন রেমডেসিভির ব্যবহার যদি বন্ধ হয়ে যায়, তাহলে আগামী দিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেক বেশি যে দুষ্কর হবে, তা নিয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে ওষুধ বন্ধ করা হলে তার বদলে নতুন কোন ওষুধ বাজারে নিয়ে আসা হবে, তা নিয়েও এখনো পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!