এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনায় আর্তদের সেবায় নামলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

করোনায় আর্তদের সেবায় নামলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী


দেশে যেভাবে করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়তে চলেছিল, তা আটকানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন এর সিদ্ধান্ত গ্রহণ করেন। জনতা কার্ফু সফল হওয়ার পরেই এই পরিস্থিতিতে থমকে যায় দেশের গণপরিবহন ব্যবস্থা, সমস্ত কল কারখানা। চিকিৎসক মহল থেকে কড়া নির্দেশ আসে লকডাউন এর মধ্যে বাড়ির বাইরে কোনভাবেই যেন কেউ না বেরোয়। এই অবস্থায় ভিন রাজ্য থেকে দেশের প্রতিটি এলাকায় শ্রমিকরা বাড়ি ফেরার জন্য পা বাড়ায়।

কিন্তু ততদিনে লকডাউন শুরু হয়ে গেছে। যথারীতি এই গরীব শ্রমিকদের দূর-দূরান্ত থেকে হেঁটে আসা ছাড়া আর কোন রাস্তা থাকে না। শুধু তাই নয়, ক্ষুধার্ত অবস্থায় তাঁরা হাঁটা শুরু করে পরিবার সমেত। এমনকি রাতেও তাঁদের রাস্তায় কোন খাবারের দোকান খোলা না থাকায় মেলেনা খাবার। এই পরিস্থিতিতে আসরে নামলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভারত সেবাশ্রম সংঘের পরিচালনায় একটি কমিউনিটি কিচেন তৈরি করা হয়েছে যেখানে দুঃস্থদের জন্য খাবার তৈরি হচ্ছে।

একটি ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম কর্মীদের উপস্থিতিতে অধীর রঞ্জন চৌধুরী। নিজেই খাবার রান্নায় হাত লাগিয়েছেন। এমনকি পরিবেশন করছেন নিজের হাতে। সারাদেশে করোনা ভাইরাস আটকাতে সরকারি পদক্ষেপের পাশাপাশি গরীব ও দুস্থদের জন্য সাধ্যমত পদক্ষেপ গ্রহণ করেছে রাজনৈতিক দলগুলি। দলমত নির্বিশেষে তাঁরা সর্বহারাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সাধারণ গরিব মানুষদের খিদে মেটানোর জন্য তৈরি হয়েছে কমিউনিটি কিচেন। যেখানে ঘরমুখী গরিব যারা খাবারের সমস্যায় পড়েছেন, তাঁরা খাবার খেতে পারেন। দিল্লিতে এরকমই একটি কমিউনিটি কিচেন তৈরি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই মুহূর্তে বিশ্বজুড়ে সর্তকতা জারি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে বারংবার, ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে এই মুহূর্তে প্রয়োজন অতি সর্তকতা। অন্যদিকে, এই মুহূর্তে ভারতে চলছে আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য যেকোনো গণপরিবহনের ওপর কড়া নিষেধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশিকা মেনে চলার জন্য বারবার বলা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে। এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রকের একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু হয়েছে সহায়তার জন্য। নাম্বারটি হল +91-11-23978046। এছাড়াও একটি ইমেইল আইডি চালু করা হয়েছে, যেটি হল- ncov2019@gmail.com।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি ম্যাপ প্রকাশ করা হয়েছে, যেখান থেকে করোনার ভয়াবহতা সম্পর্কে সম্যক জ্ঞান পাওয়া যাবে। করোনার সংক্রমণ ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়েছে ভারতবর্ষে। করোনা আক্রান্তের সংখ্যাকে আয়ত্তে আনার জন্য প্রায় সারা দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। সূত্রের খবর, বিশ্বের নতুন নতুন দেশ করোনায় আক্রান্ত হচ্ছে। আর তার সাথে ভারতেও বাড়ছে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা নিয়ে ক্রমাগত প্রচার চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। অবস্থা আয়ত্তে আনতে মরিয়া হয়ে উঠেছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার। তবে এখনই বলা যাচ্ছে না ভারতবর্ষে কবে মুক্তি মিলবে কোভিড-19 মারণ ভাইরাসের হাত থেকে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!