এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা নিয়ে অমিত শাহের ব্যাখ্যা! পাল্টা আক্রমনে ধুয়ে দিলেন মহুয়া মৈত্র! সরগরম রাজনৈতিক অঙ্গন

করোনা নিয়ে অমিত শাহের ব্যাখ্যা! পাল্টা আক্রমনে ধুয়ে দিলেন মহুয়া মৈত্র! সরগরম রাজনৈতিক অঙ্গন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারা ভারত জুড়ে যেভাবে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা লাখের গণ্ডি ছাড়িয়ে ঊর্ধ্বমুখী, তা নিয়ে রীতিমত চিন্তিত বিশেষজ্ঞরা। আগামী দিনে করোনা আক্রান্তের নিরিখে বিশ্ব তালিকায় ভারত যেকোনো মুহূর্তে শীর্ষস্থানে পৌঁছে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেখানে আগে সংক্রমণ ছড়াতে সময় লাগতো বেশ কিছুদিন, সেখানে এখন তড়িৎগতিতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। কিন্তু এই অবস্থাতে দাঁড়িয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলাতে শোনা যাচ্ছে স্বস্তির সুর।

আর তাই নিয়েই এবার সুর চড়িয়েছে রাজ্যের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র বরাবরই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাকটিভ বলে জানা গেছে। এবার তিনি আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে টুইটারে বার্তা দিলেন রীতিমত ব্যঙ্গ করে। সম্প্রতি দেখা যাচ্ছে, ভারত এখনও পর্যন্ত সারা বিশ্বে তিন নম্বর স্থানে রয়েছে করোনার নিরিখে। অর্থাৎ আমেরিকা এবং ব্রাজিল শুধুমাত্র ভারতের আগে। কিন্তু যেভাবে ভারত করোনা সংক্রমণের রেকর্ড প্রতিদিন ভাঙছে, তাতে অবস্থা যে অত্যন্ত গুরুতর সে বিষয়ে সন্দেহ নেই কারোর।

অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন ভারত এইমুহূর্তে করোনা পরিস্থিতিতে ভালো অবস্থায় রয়েছে। আর তাই নিয়ে শুরু হয়েছে বিরোধী শিবিরে তুমুল সমালোচনা। সম্প্রতি গুরুগ্রামে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি অনুষ্ঠানে গিয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে ভালো হতো না লড়াইতে ভালো ভালো তা ভালো অবস্থায় রয়েছে ভয়ের কোন কারণ নেই বলেই তিনি জানিয়েছেন। অথচ দেশের করোনার পরিসংখ্যান অন্য কথা বলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা 8 লক্ষ 78 হাজার 274 জন, যা যথেষ্ট আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিআরপিএফের অনুষ্ঠানে গিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কিভাবে করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এবং 130 কোটির দেশ যেভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর অন্তর্গত হয়েও করোনার মোকাবিলা করছে, তা নিয়ে যথেষ্ট প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই সূত্রেই রাজ্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এদিন টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রীতিমত ব্যঙ্গ করে লেখেন, ‘কিম জং উন এর কাছে জুম অ্যাপে ক্লাস করেন মিস্টার শাহ?’

কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে কয়েকটি পরিসংখ্যান ঘিরে। করোনার প্রাথমিক অবস্থা থেকেই দেশ জুড়ে চলেছে লকডাউন। কিন্তু চার দফা লকডাউন করলেও ভারতে অ্যাকটিভ করোনা কেসের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। আর তাই নিয়েই এই মুহূর্তে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তবে অন্যদিকে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, করোনা টেস্টে অবহেলার কারণে আজকের এই পরিস্থিতি। আপাতত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি ঠিক আছে বলে দাবি করলেও নিত্যদিনের করোনা রেকর্ড কেন্দ্রীয় সরকারের কপালে যে ভাঁজ ফেলেছে, সে ব্যাপারে একমত সবাই। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার আবার নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা, সে দিকেই লক্ষ্য থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!