এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনায় মুষড়ে থাকা বাঙালির মন পেতে এবার আসরে নামছে মমতার বিশেষ বাহিনী! জানুন বিস্তারিত

করোনায় মুষড়ে থাকা বাঙালির মন পেতে এবার আসরে নামছে মমতার বিশেষ বাহিনী! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে আগামী দিনের বিধানসভা নির্বাচন, অন্যদিকে রাজ্যের জটিল করোনা পরিস্থিতি। এই দুই পরিস্থিতি সামলাতে এবার রাজনৈতিক আসরে বড়োসড়ো পদক্ষেপ ঘাসফুল শিবিরের। সম্প্রতি দেখা গেছে, করোনা আবহে কনটেইনমেন্ট জোনে থাকা মানুষজন বা হোম কোয়েরেন্টাইনে থাকা মানুষজনের তীব্র ক্ষোভ রাজ্য সরকারের প্রতি। কারণ তাঁরা প্রয়োজনমাফিক খাবার পাচ্ছে না অলে অভিযোগ উঠছে। এবার সেই পরিস্থিতি সামলানোর জন্য তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সদস্যরা নেমে পড়ছেন আসরে।

জানা গেছে, ইতিমধ্যেই এই সদস্যরা কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলার 300 পরিবারকে নিত্যদিনের খাবার সরবরাহ করার কাজে লেগে গেছে। শুধু যে নিত্য প্রয়োজনীয় খাবার দিচ্ছে তাঁরা তাই নয়, এর সাথে থাকছে বিভিন্ন ফল, বিভিন্ন ধরনের জুস এবং বেবি ফুড। সূত্রের খবর, জয়হিন্দ বাহিনীর যুবকরা ইতিমধ্যে করোনার কারণে আইসোলেশনে থাকা যেসব পরিবার রয়েছে, তাঁদেরকে খাবার পৌঁছে দিচ্ছে ফোনকলের মাধ্যমে যোগাযোগ করে। ওদিকে আইসোলেশনে থাকা পরিবারের সদস্যরাও এই পদক্ষেপের কারণে যথেষ্ট খুশি বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে দক্ষিণ 24 পরগনা জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ জানিয়েছেন, লকডাউনের শুরু থেকেই বিভিন্ন জায়গায় ক্যাম্পে এবং গরীব মানুষের বাড়িতে খাবার পৌঁছানোর জন্য কর্মসূচি গ্রহণ করা হয় তাঁদের তরফ থেকে। এছাড়াও আমফান পরবর্তী দুর্গতদেরও তাঁদের পক্ষ থেকে সাহায্য করা হয়। তবে এবার বর্তমানে করোনা পরিস্থিতির কারণে যারা বাড়িতে আটকে রয়েছেন, তাঁদের জন্য খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, করোনা আবহে বাংলার মন এমনিতেই বিক্ষিপ্ত বর্তমানে।

সে জায়গায় পূর্ণ সুযোগ নিতে হাজির বিরোধী দলগুলিও। এই পরিস্থিতিতে বাংলার বিক্ষিপ্ত জনগণকে আবার নিজেদের দিকে ঘোড়াতে অর্থাৎ  বাংলার জনগণের মন পেতে শাসক শিবিরের পক্ষ থেকে যে অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা কিন্তু যথেষ্টই প্রশংসা দাবি রাখে বলে মনে করা হচ্ছে। আপাতত করোনা যতদিন থাকবে, ততদিন এই পরিষেবা চলবে বলে জানা গেছে জয়হিন্দ বাহিনীর সদস্যদের কাছ থেকে। তবে দেখার এই অভিনব পদক্ষেপ রাজনৈতিক ভাবে কতটা সুবিধা দেয় ঘাসফুল শিবিরকে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!