এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনায় সেরে ওঠা রোগীরা এবার বড় বিপদের মুখে পড়ছেন , সামনে এলো বিস্ফোরক তথ্য!

করোনায় সেরে ওঠা রোগীরা এবার বড় বিপদের মুখে পড়ছেন , সামনে এলো বিস্ফোরক তথ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে করোনার তান্ডব এখনো অব্যাহত। এখনো পর্যন্ত করোনার প্রতিষেধক আসেনি বিশ্ববাজারে। তাই সচেতনতাই হয়ে উঠেছে এখন মুখ্য প্রতিষেধক। এরই মধ্যে যত দিন যাচ্ছে, করোনা সংক্রমণ সংক্রান্ত নতুন নতুন তথ্য সামনে আসছে। আর এবার যে তথ্য সামনে উঠে এসেছে, তাতে জানা যাচ্ছে করোনা থেকে সেরে উঠলেও মানুষের জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর বিপদ। করোনার তাণ্ডবে এখনো বিশ্ব জুড়ে চলছে মৃত্যু-মিছিল। লাখ লাখ মানুষ মারা গেছে করোনায় এবং এখনো যাচ্ছে। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সবাই প্রায় বলতে শুরু করেছে, আপাতত করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে জীবনে।

এর মধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন একটি সমীক্ষার রিপোর্ট, যা চিন্তা বাড়িয়েছে সকলের। ব্রিটেনে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে প্রতি পাঁচজন করোনা আক্রান্তের মধ্যে একজন আক্রান্ত হচ্ছেন মানসিক অসুস্থতায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কুড়ি শতাংশ সেরে ওঠার পর 90 দিনের মধ্যে মানসিক বিকারের শিকার হচ্ছেন যা যথেষ্ট উদ্বেগজনক বলে জানা যাচ্ছে। করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও পরবর্তীতে উৎকণ্ঠা, অবসাদ, নিদ্রাহীনতার মতন বিভিন্ন সমস্যা এসে যাচ্ছে সুস্থ হয়ে ওঠা রোগীদের জীবনে। এমনকি ডিমেনশিয়ার মতন মানসিক রোগেরও শিকার হচ্ছেন অনেকে।

ব্রিটেনে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক হ্যারিসন জানিয়েছেন, আমেরিকার সাত কোটি মানুষের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল, আর সেখান থেকেই এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে সবার সামনে। অনেকে অবশ্য বলছেন শারীরিকভাবে অসুস্থ মানুষের মনের উপর যথেষ্ট প্রভাব পড়ে। তার ওপরে মহামারীর মতন করোনা শুধুমাত্র অসুস্থতাই নয়, আরো হাজারো মানসিক উদ্বেগ হাজির করে। আর এই উদ্বেগের তীব্র বিরূপ প্রভাব পড়ছে মানুষের মনের ওপর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গবেষকদের মতে, করোনা বিধি-নিষেধের ফলে মানুষের সঙ্গে মানুষের মেলামেশা কমে যাচ্ছে, বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই মনের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। তবে জানা যাচ্ছে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা আবিষ্কারের আগে পর্যন্ত এই ধরনের নানান সংক্রামক অসুখ মানুষের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বহু বছর আগেও যখন এরকম অসুখ-বিসুখ ঘটতো তখনও মানুষের জীবন বাধাপ্রাপ্ত হতো স্বাভাবিক কাজকর্মে। খুব স্বাভাবিকভাবেই পরবর্তী কয়েক বছর এর জের বইতে হত।

ফলে আজ বলে নয়, বহু আগে থেকেই সংক্রামক ব্যাধি মানবজাতিকে আক্রমণ করলে ভীতি ও মানসিক অবসাদের সৃষ্টি হয়ে এসেছে। একই সাথে অস্তিত্ব সংকটে ভুগতে থাকে মানুষ। এমনিতেই সারাবিশ্ব করোনার তাণ্ডবে রীতিমতো দিশেহারা। এই অবস্থা সামলাতেই এখন প্রথম প্রয়োজন করোনার প্রতিষেধক। কিন্তু প্রতিষেধক আসার আগেই যেভাবে মানসিক অসুখের প্রাবল্য বৃদ্ধি পাচ্ছে তা রীতিমতো চিন্তা ধরাচ্ছে চিকিৎসক ও বিশেষজ্ঞদের। আপাতত এই মানসিক অসুস্থতা থেকে মুক্তি পেতে কি করণীয়, তা নিয়েই এখন নিরন্তর গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!