এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনায় শিকেয় উঠেছে পৌরসভা ভোট, জারি হতে পারে নয়া বিজ্ঞপ্তি! জোর জল্পনা

করোনায় শিকেয় উঠেছে পৌরসভা ভোট, জারি হতে পারে নয়া বিজ্ঞপ্তি! জোর জল্পনা


পৌরসভা ভোটের জন্য সবকিছু প্রস্তুত ছিল। মনে করা হয়েছিল, খুব তাড়াতাড়ি এই নির্বাচনের দিনক্ষণ জারি হবে। কিন্তু তার মাঝখানে এসে পড়ল করোনা মহামারি। যার ফলে এখন কবে পৌরসভা ভোট হবে, তা বড় সংশয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। বর্তমানে সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন। কবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, তা জানে না কেউই‌। আর এমত পরিস্থিতিতে কলকাতা পৌরসভায় মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, সেখানে প্রশাসক বসানোর জন্য অর্ডিন্যান্স জারি করতে হবে বলে মনে করা হচ্ছে।

আর এই অর্ডিন্যান্স জারি করতে হলে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের সম্মতি প্রয়োজন। ফলে সেক্ষেত্রে কোনো জটিলতা রয়েছে কিনা, তার জন্য এবার নেওয়া হচ্ছে আইনি পরামর্শ। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 8 মে কলকাতা পৌরসভার মেয়াদ শেষ হবে। তাই তার আগেই সেখানে বসাতে হবে প্রশাসক। বর্তমানে করোনা আতঙ্কে রয়েছে গোটা দেশ। সেদিক থেকে যদি কলকাতা পৌরসভার কোনো অভিভাবক না থাকে, তাহলে সমস্যা আরও বাড়বে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এমতাবস্তায় এখন করোনার জন্য নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও, প্রশাসক বসানোর ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়েছে। তবে সমস্যা একটাই। কলকাতা পৌরসভার পৌর আইনে প্রশাসক বসানোর মতো কোনো নিয়ম নেই। তাই এক্ষেত্রে আইন সংশোধন করা অত্যন্ত জরুরি। এজন্য বিধানসভায় আইন পাস করতে হবে। কিন্তু তা আইনে রূপায়িত করতে গেলে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকর কি সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে ধন্দে রয়েছেন অনেকেই।

প্রশাসনের একাংশ অবশ্য আশা করছে যে, রাজ্যপাল এই ব্যাপারে কোনো আপত্তি করবেন না। কিন্তু যদি রাজ্যপাল এই ব্যাপারে আপত্তি করেন, তাহলে আইনি জটিলতার ফলে কলকাতা পৌরসভার নাগরিকদের পরিষেবা দিতে চরম সমস্যার মুখে পড়তে হতে পারে। আর যদি রাজ্যপাল অনুমোদন দিয়ে দেন, তাহলে কলকাতা পৌরসভার প্রশাসক পদে পৌর কমিশনার খলিল আহমেদকে বসানো হবে বলে মনে করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!