এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা ভয়, আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে বেরোলো মহরমের বিশাল শোভাযাত্রা! তোলপাড় দেশ!

করোনা ভয়, আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে বেরোলো মহরমের বিশাল শোভাযাত্রা! তোলপাড় দেশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -অনেকেই ভারতবর্ষে করোনা ভাইরাস বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দায়ী করেন তাবলিগি ই জামাতের ধর্মীয় সমাবেশকে। যেখানে প্রচুর মানুষ জমায়েত হয়ে এই ভাইরাসকে সংক্রমিত হওয়ার সুযোগ আরও বেশি করে করে দিয়েছে বলে অভিযোগ ওঠে। এখনও করোনা ভাইরাস ভারতবর্ষে আয়ত্তে আসেনি। সরকারের পক্ষ থেকে আনলক 4 ঘোষণা করা হলেও, যাতে কোনরূপ জমায়েত এখনই না হয়, তার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কিন্তু তা সত্ত্বেও করোনা ভাইরাস যখন সঙ্কটজনক মুহূর্তে, ঠিক তখনই মহরমের শোভাযাত্রা বের হল হায়দ্রাবাদে। যেখানে আদালতের নির্দেশকে কার্যত উপেক্ষা করে সামাজিক দূরত্ব পালন না করে এই মহরমে শোভাযাত্রা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্বাভাবিক ভাবেই বর্তমান পরিস্থিতিতে যখন করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে, তখন এই জমায়েত আরও চিন্তা বাড়িয়ে দিল। জানা গেছে, এইবার করোনা ভাইরাসের কারণে মহরমের শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল তেলেঙ্গানা হাইকোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তা সত্ত্বেও রবিবার “বিবি কা আলম” শোভাযাত্রায় হায়দ্রাবাদে উপচে পড়া ভিড় দেখা গেল। যেখানে সামাজিক দূরত্বকে অমান্য করে এই শোভাযাত্রা বের হয়। শুধু তাই নয়, সামাজিক দূরত্ব পালন করা তো দূর অস্ত, উল্টে অনেকেই মাস্ক পর্যন্ত পারেননি। যে ঘটনায় এখন ব্যাপক প্রশ্ন উঠতে শুরু করেছে হায়দ্রাবাদ জুড়ে।জানা গেছে, এদিন ভ্যান থেকে এই শোভাযাত্রা বেরিয়ে চারমিনার হয়ে চাদেরঘাটে পৌঁছয়।

যেখানে সকলে বলছেন সামাজিক দূরত্ব পালন করুন এবং সরকারের নির্দেশ রয়েছে সেখানে কেন সেই সমস্ত নির্দেশিকা কে উপেক্ষা করে এই শোভাযাত্রা করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।এবার এই শোভাযাত্রার কারণে যদি করোনা ভাইরাস যদি আবার বেগতিক আকার ধারণ করে, তাহলে তার দায় কে নেবে! তা নিয়েও নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে হায়দ্রাবাদে মহরমের এই সমাবেশ করোনা ভাইরাসের জন্য কতটা চিন্তার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!