এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফেক ফলোয়ার আর ফেক ভিউয়ের চক্করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এবার পুলিশের নজরে জনপ্রিয় ভারতীয় গায়ক

ফেক ফলোয়ার আর ফেক ভিউয়ের চক্করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এবার পুলিশের নজরে জনপ্রিয় ভারতীয় গায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতীয় সঙ্গীতে rapping একটি নতুন সংস্করণ। এটি সাধারণত একধরনের আঞ্চলিক ভাষায় গাওয়া ছড়া বা ছন্দময় কবিতা। এর উপাদান হিসেবে ছন্দ, গলার টোন, এবং ছড়া বা ছন্দ কে চিহ্নিত করা হয়। হিপহপ সংস্কৃতির একটি নতুন সংস্করণ হিসেবে প্রসিদ্ধ এই গায়কি।

পশ্চিম আফ্রিকায় এর জন্ম হলেও এটি আমেরিকার সঙ্গীত পদ্ধতি হিসেবেই পরিচিত। ১৯৭০ এর দশকে নিউ ইয়র্কে DJ Kool Herc এর হাত ধরে এর জন্ম হয় বলে মনে করা হয়। ভারতে বাবা সেহগালের মাধ্যমে এটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে বাদশাহ সেই তালিকায় অন্যতম গায়ক হিসেবে জনপ্রিয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি মুম্বাই পুলিশ জানিয়েছেন যে নিজের একটি গানেন ভিডিও অ্যালবামের ভিউ বাড়ানোর জন্য তিনি ৭২ লক্ষ টাকা দিয়েছিলেন। এর ফলে ২৪ ঘণ্টায় তাঁর ভিউ সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ৫০ লক্ষ। যা আগের সমস্ত রেকর্ড ভেঙে দেয়। তবে গুগল এই অভিযোগ অস্বীকার করেছে। পরে পুলিশের ওপর তিনি আস্থা রেখেছেন এমনটাই জানিয়েছেন।

দিল্লিতে জন্ম হওয়া এই পাঞ্জাবি গায়ক ২০১৮ সালে প্রথম মিউজিক অ্যালবাম প্রকাশ করেন। এরপরই ছড়াতে থাকে তাঁর জনপ্রিয়তা। অনুরাগীর সংখ্যাও বাড়তে শুরু করে। তবে এবার তিনি কিভাবে সামলাবেন এই পরিস্থিতি তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!