এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্থগিত পুরভোট! তবুও মুখ্যমন্ত্রী বড়সড় সুখবর শোনালেন রাজ্যের সব পুরোনো কাউন্সিলরদের জন্য

স্থগিত পুরভোট! তবুও মুখ্যমন্ত্রী বড়সড় সুখবর শোনালেন রাজ্যের সব পুরোনো কাউন্সিলরদের জন্য


করোনা ভাইরাসের কারণে নির্বাচন না হওয়ায় একের পর এক পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেই পৌরসভাগুলোতে প্রশাসক বসিয়ে দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কলকাতার মত পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলারদের সেই ওয়ার্ডের কো-অর্ডিনেটরের দায়িত্বে বসানো হয়েছে। তবে অনেক পৌরসভাতে শুধুমাত্র প্রশাসক বসিয়ে দেওয়া হয়েছে।

কিন্তু এবার প্রাক্তন কাউন্সিলারদের জন্য সুখবর শোনালো রাজ্য সরকার। যেখানে কলকাতা পৌরসভার মতই রাজ্যের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোতে বিভিন্ন ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলরদের কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছে। সূত্রের খবর, বুধবার এই ব্যাপারে পৌর এবং নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে।

আর যদি এমনটা হয়, তাহলে সারা রাজ্য জুড়ে প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন কাউন্সিলার নতুন করে তাদের ওয়ার্ডের দায়িত্ব পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের 88 টি পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। যেখানে প্রাক্তন মেয়র বা প্রাক্তন চেয়ারম্যানরা সেই পৌরসভার প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সম্প্রতি কোচবিহার এবং উত্তর দমদম পৌরসভার পক্ষ থেকে রাজ্য পুর দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, বিদায়ী কাউন্সিলরদের কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ করা যাবে কি না! এরপরেই পৌর দপ্তরের পক্ষ থেকে নবান্নের মতামত জানার পরে এদিন এই ব্যাপারে সবুজসংকেত মেলে। যেখানে জানানো হয় যে, রাজ্যের যে সমস্ত পৌরসভায় মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, সেখানে কাউন্সিলররা তাদের নিজের নিজের ওয়ার্ডের কো-অর্ডিনেটর থেকে মানুষকে পরিষেবা দিতে পারবেন।

অনেকে বলছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়োগ করার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কেননা শুধুমাত্র একটি প্রশাসক বোর্ড গঠন করে দিলে প্রাক্তন কাউন্সিলররা প্রশ্ন তুলতেই পারেন যে, তাহলে তারা এতদিন জনপ্রতিনিধি থেকে কি করলেন! তাই সে দিক থেকে দুই পৌরসভার প্রশ্নের উত্তরে প্রাক্তন কাউন্সিলরদের নিজের নিজের ওয়ার্ডের কো-অর্ডিনেটর করে তাদেরকেও পুরস্কৃত করল রাজ্য সরকার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পাশাপাশি রাজ্যের সিংহভাগ পৌরসভায় তৃণমূল কংগ্রেসের দখলে থাকায়, আগামী দিনে নির্বাচনে যাতে ভালো ফল হয়, তার জন্য প্রাক্তন কাউন্সিলরদের দায়িত্ব দিয়ে সেই ওয়ার্ডের পরিষেবা আরও মানুষের কাছে ভালো করে পৌঁছে দিতে রাজ্যের শাসক দল এই উদ্যোগ নিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!