এখন পড়ছেন
হোম > রাজ্য > আদালতকে দিতে হবে সব তথ্য, ছুটির দিনেও রাত জেগে কাজ নির্বাচন কমিশনে

আদালতকে দিতে হবে সব তথ্য, ছুটির দিনেও রাত জেগে কাজ নির্বাচন কমিশনে


রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ার ওপরে আদালতের স্থগিতাদেশ থাকলেও ,  শনিবার দিনও রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের- নির্বাচন সংক্রান্ত খুঁটিনাটি কাজে কোনো বিরাম বিশ্রাম নেই । কমিশনের পদস্থ কর্তাদের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এখন মোট কত মনোনয়নপত্র জমা পড়েছে, স্ক্রুটিনির পরে সেগুলির কী অবস্থা, কত সংখ্যক মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রস্তুতি চলছে। এতদিন অবধি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন ছিলো বিরোধী পক্ষের নেতা নেত্রীদের। এখন সুযোগ পেয়ে নির্বাচন কমিশন আদালতে তাদের কর্ম পদ্ধতি নিয়ে কোনো প্রশ্ন উঠলে উপযুক্ত জবাব তৈরী করে রাখছে বলে মনে করা হচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেক্ষেত্রে এখনও অবধি  মোট কত অভিযোগপত্র কমিশনে জমা পড়েছে এবং সেগুলির ব্যাপারে কী পদক্ষেপ করা হয়েছে, নিজস্ব রিপোর্টে তার বর্ণনাও রাখতে পারেন কমিশনের কর্তারা। যদি এইরকম হয় তাহলে একেকটি অভিযোগ পাওয়ার পরে রাজ্য নির্বাচন কমিশনার নিজে থেকে জেলা এবং রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে কী ভাবে যোগাযোগ করে উপযুক্ত পদক্ষেপের বিষয়ে সওয়াল করেছিলেন তাঁর প্রতিচ্ছবিও কমিশনের রিপোর্টে থাকার সম্ভবনা রয়েছে। উল্লেখ্য ভোট প্রক্রিয়া আদালতে নির্দেশে স্থগিত থাকলেও নিজেদের দায়িত্ব প্রাপ্ত জেলায় এখনই চলে গেছেন পর্যবেক্ষদের অনেকে। এমত অবস্থায় জেলা পর্যবেক্ষকদের অনেকে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভোট প্রক্রিয়া না চললেও তাঁদের প্রায় সবসময়ই নানা ধরনের অভিযোগ সামলাতে হচ্ছে। এইসব বিচ্ছিন্ন ঘটনার অথ্যগুলিও কমিশনের রিপোর্টের অন্তর্ভুক্ত থাকআর সম্ভবনার কথা কমিশনের উচ্চ পদস্থ কর্তাদের অনেকেই মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!