এখন পড়ছেন
হোম > অন্যান্য > অক্সফোর্ডের করোনা ভ্যাক্সিন নিয়ে আবারো উল্টো সুর! নিরাপদ দাবিতে হিউম্যান ট্রায়াল শুরুর পথে?

অক্সফোর্ডের করোনা ভ্যাক্সিন নিয়ে আবারো উল্টো সুর! নিরাপদ দাবিতে হিউম্যান ট্রায়াল শুরুর পথে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা আবহে সুস্থভাবে বেঁচে থাকতে এখন শুধু একটাই জিনিস চাই, আর তা হচ্ছে ভ্যাকসিন। তবে এতদিন ধরে অক্সফোর্ডের যে ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে আশার আলো জেগেছিল, সম্প্রতি সেই ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ হয়ে যাওয়ায়, বেশ ভেঙে পড়েছিলেন ভ্যাকসিন নিয়ে আশায় থাকা মানুষজন। অন্যদিকে রাশিয়া এবং ভারতের কয়েকটি ভ্যাকসিনের ট্রায়ালের বেশ ভালোই চলছে খবর পাওয়া গেলেও এই ভ্যাকসিনের বন্ধ হয়ে যাওয়ার পর বেশ উত্তেজনা ছড়িয়েছিল হোক জানা যায়। তবে যাদের মধ্যে এই ভ্যাকসিনের বন্ধ হয়ে যাওয়ার পর উদ্বেগ তৈরি হয়েছিল তাদের জন্যই এসে গেছে নতুন সুখবর।

সম্প্রতি, জানা গেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন নিরাপদ বলেই দাবি করা হয়েছে। যার ফলে ফের মানবদেহে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি। তাদের মতে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রতিষেধকটি একেবারে সুরক্ষিত। তাই ট্রায়াল ফের চালু করা যাবে। এরই সঙ্গে, অ্যাস্ট্রাজেনেকার তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে এই ঘটনার পর বন্ধ হয়ে গিয়েছিল ট্রায়াল। ফলে ব্রিটিশ কমিটি বিষয়টি তদন্তের জন্য MHRAতে পাঠিয়েছিল। MHRA তদন্তের পর ফের ট্রায়াল চালুতে অনুমতি দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই সঙ্গে, এই কাজের সঙ্গে যুক্ত সমস্ত স্বেচ্ছাসেবক এবং কর্মীদের নতুন খবর জানাতেও বলা হয়েছে। কারণ ট্রায়ালের জন্য প্রস্তুত হতে তাদেরও খানিকটা সময় লাগার কথা। তবে এই বিষয়ে অ্যাস্ট্রাজেনেকার তরফ থেকে আর কিছুই জানা যায়নি। তবে এখানেই একটা কথা থেকে যাচ্ছে যে, ভারতের যে সেরাম ইনস্টিটিউটে এই ভ্যাকসিন ট্রায়ালের কাজ চলছিল, তবে এবার কি সেই সেরাম ইনস্টিটিউটও তাদের কাজ শুরু করতে পারবে? তবে এখনও সংস্থার তরফে এ বিষয়ে কিছু জানানো। নাহলেও ভাল কিছুরই আশা করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাস্ট্রোজেনেকার তরফ থেকে জানানো হয় যে, যাদের শরীরে এই ভ্যাকসিনের ট্রায়াল চলছিল তাদের মধ্যে, অপ্রত্যাশিতভাবে একজন ভলান্টিয়ার অসুস্থ হয়ে পড়েছেন। ফলে তাদের তৈরি করোনা ভ্যাকসিনের টিকার ট্রায়াল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। পরে জানা যায়, এই টিকা নেওয়ার পর একজন স্বেচ্ছাসেবক অতিরিক্ত জ্বরে কাবু হয়ে পড়েছেন। ট্রায়ালের রুটিন প্রক্রিয়া অনুযায়ী, কোনও স্বেচ্ছাসেবকের শরীরে ভ্যাকসিনের বিপরীত প্রতিক্রিয়া দেখা দিলে ট্রায়াল বন্ধ করে দেওয়াটাই নিয়ম। তবে এরপর সংস্থার রিভিউ কমিটি পুনরায় ভ্যাকসিনটির ক্ষতিকর প্রভাব আছে কিনা তা খতিয়ে দেখবে বলেই আশ্বস্ত করেন। সেই রিভিউ এরপর তাঁরা ছাড়পত্র দিলেই আবার ভ্যাকসিনের ট্রায়ালের কাজ শুরু হবে বলেই তাঁরা জানিয়েছিলেন। সম্প্রতি সেই রিভিউতেই সুখবর পাওয়া গেছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!