এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কোভিড আবহে বড়সড় স্বস্তি অভিভাবকদের জন্য! স্কুল ফি কমাতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টেও!

কোভিড আবহে বড়সড় স্বস্তি অভিভাবকদের জন্য! স্কুল ফি কমাতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টেও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে স্কুলের ফি কমানো বা অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেই পথে হাঁটতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছিল স্কুলগুলোকে। বস্তুত কর্মীদের মাইনে দিতে গিয়েই হিমশিম খেতে হয়েছিল সেইসময়। তবে এরই মধ্যে অভিভাবকদের স্বস্তি দিয়ে নতুন খবর শোনাল সুপ্রিম কোর্ট।

জানা গেছে, বেসরকারি স্কুলগুলি ফি বৃদ্ধি করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা দিল সর্বোচ্চ আদালত। যার ফলে বেসরকারি স্কুলগুলিতে ২০ শতাংশ ফি কমাতেই হবে বলে জানা গেছে। বস্তুত, এই ঘটনাকে কেন্দ্র করে বারাসাত, মধ্যমগ্রাম, বেহালার মতো জায়গায় একাধিক স্কুলের সামনে অবরোধ-বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছিল বহু অভিভাবককে। তবে এদিনের শীর্ষ আদালতের রায়ে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন তাঁরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ই অক্টোবর কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে, চলতি বছরের এপ্রিল মাস থেকে যেহেতু স্কুল খোলা সম্ভব হয়নি, তাই এই পর্যন্ত সমস্ত বোর্ডের ১৪৫টি বেসরকারি স্কুলকে নূন্যতম ২০ শতাংশ ফি মকুব করতে হবে। সেইসঙ্গে বর্তমান এই অর্থবর্ষে কোনোভাবেই সেই ফি বৃদ্ধি করাও যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু তাই নয়, এরই সঙ্গে যেহেতু লকডাউনের মধ্যে শিক্ষার্থীরা লাইব্রেরি, ল্যাবোরেটরির মতো পরিষেবাগুলি নিতে পারেনি, তাই তার জন্য কোনওভাবেই কোনও টাকা নেওয়া যাবে না। সেইসঙ্গে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পাঁচ শতাংশের মধ্যে লভ্যাংশের হার সীমাবদ্ধ রাখতে হবে বলেও হাই কোর্ট নির্দেশ দিয়েছিল।

এক্ষেত্রে, আদালতের নির্দেশ ছিল কোনও স্কুল যদি ২০২০-২১ অর্থবর্ষে শিক্ষক বা অশিক্ষক কর্মীর বেতন যদি বাড়ায়, তাহলে তা কোনোভাবেই পড়ুয়াদের ফি থেকে নেওয়া যাবে না। সেইসঙ্গে সমস্ত বেসরকারি স্কুলকে নূন্যতম ২০ শতাংশ ফি মকুব করতে হবে। আর এই রায়কেই চ্যালেঞ্জ করে কয়েকটি স্কুল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছিল। আর সম্প্রতি সেই মামলারই রায় সামনে এসেছে।

জানা গেছে, এদিন হাই কোর্টের নির্দেশকেই মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এম আর শাহর বেঞ্চ। তবে এক্ষেত্রে ১৩ই অক্টোবরের রায়ে যেখানে কলকাতা হাই কোর্ট জানিয়েছিল যে, কোনও অভিভাবক ২০ শতাংশেরও বেশি ফি মকুব করার আবেদন করতেই পারেন, সেখানে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন। জানা গেছে, সেই ছাড় তাকে দেওয়া হবে কি না, তা খতিয়ে দেখতে আপাতত ৩ সদস্যের কমিটি গড়তে হবে বলেই নির্দেশ দিয়েছেন আদালত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!