এখন পড়ছেন
হোম > জাতীয় > কোভিড আবহে আজ থেকে খুলছে স্কুল, এই নিয়মগুলি জানা না থাকলে পড়ুয়ারা পড়তে পারেন চরম সমস্যায়!

কোভিড আবহে আজ থেকে খুলছে স্কুল, এই নিয়মগুলি জানা না থাকলে পড়ুয়ারা পড়তে পারেন চরম সমস্যায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। অবশেষে, এবার দিল্লিতে স্কুল খোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত শনিবার থেকে শুরু হয়েছে করোনার ভ্যাক্সিনেশন। এই পরিস্থিতিতে দিল্লিতে দশম, দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিল দিল্লির রাজ্য সরকার। তবে, একাধিক বিধি, নিষেধ মেনে চললেই স্কুলে প্রবেশের ছাড়পত্র মিলবে।

দিল্লি সরকারের বিশেষ নির্দেশ অনুযায়ী আজ থেকে দিল্লিতে দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য প্র্যাক্টিকাল, প্রোজেক্ট, প্রাক বোর্ড, বোর্ড পরীক্ষার জন্য স্কুলে প্রস্তুতি নিতে খোলা হচ্ছে স্কুল। করোনা সংক্রমনের কারণে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে স্কুলগুলির ক্ষেত্রে। পড়ুয়াদের মেনে চলতে হবে বেশকিছু আবশ্যিক বিধি। শিক্ষার্থীদের করমর্দন করতে নিষেধ করা হয়েছে। পড়ুয়াদের ও অভিভাবকদের জন্য একাধিক নিয়মাবলীর কথা জানিয়েছে দিল্লির রাজ্য সরকার।

দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অভিভাবকের অনুমতি নিয়ে স্কুলে প্রবেশ করতে পারবে। তবে, স্কুলে আসতে গেলে পড়ুয়াদের অভিভাবকের লিখিত অনুমতি আবশ্যক করা হয়েছে। কোন পড়ুয়াকে অভিভাবকের লিখিত অনুমতি ছাড়া স্কুলে প্রবেশ করতে দেয়া হবে না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুধুমাত্র কনটেইনমেন্ট জোনের বাইরে থাকা স্কুলগুলোকে খোলার অনুমতি দেয়া হচ্ছে। কনটেইনমেন্ট জোনে থাকা স্কুল যেমন খোলা যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তেমনি, কনটেইনমেন্ট জোনে থাকা শিক্ষক, অন্যান্য কর্মচারীরাও স্কুলে প্রবেশ করতে পারবেন না। কনটেইনমেন্ট জোনে থাকা পড়ুয়াদেরও স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লি সরকারের নির্দেশিকাতে জানানো হয়েছে যে, স্কুলের প্রধান প্রবেশদ্বারে কোনভাবেই যানজট করা যাবে না। এ কারণে স্কুলের সময়সীমায় কমপক্ষে রাখতে হবে ১৫ মিনিটের ব্যবধানে। রাজ্য সরকার শুধু মাত্র ক্লাস করার অনুমতি দিচ্ছে এখন। স্কুলে কোনরকম সমাবেশ, লোকসমাগম, শারীরিক ক্রিয়া-কলাপ সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জরুরি অবস্থার ক্ষেত্রে স্কুলের বিভিন্ন রুমে পৃথক কক্ষের ব্যবস্থা রাখতে হবে। স্কুলে উপস্থিত সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্কুল খুললেও অনলাইন ক্লাস এখনই বন্ধ করা হবে না। ঘরে থেকেও অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারবে পড়ুয়ারা। এভাবে আজ করোনার সংক্রমণ কালে প্রায় ১০ মাস বন্ধ থাকার পর খুলতে চলেছে দিল্লির স্কুল গুলি, একাধিক নিয়ম-নীতির শর্তে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!