এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে চালু হচ্ছে আনলক-১! কিন্তু গত ২৪ ঘন্টার করোনা তথ্য দেখলে উড়ে যাবে ঘুম!

দেশজুড়ে চালু হচ্ছে আনলক-১! কিন্তু গত ২৪ ঘন্টার করোনা তথ্য দেখলে উড়ে যাবে ঘুম!


গোটা বিশ্বের প্রায় প্রতিটি দেশ‌ই এখন করোনার কবলে জর্জরিত। করোনা আক্রান্তের জেরে মৃত্যু মিছিল চলছে গোটা বিশ্বে। এরই মধ্যে ভারত সরকার লকডাউন পর্ব মিটিয়ে আনলক-১ পরিকল্পনা ঘোষণা করেছে। যার জেরে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা হবে ভারতে। কিন্তু, কেন্দ্র সরকার এমনটা ভাবলেও গত ২৪ ঘন্টার করোনা পরিস্থিতি বেশ চিন্তা বাড়াচ্ছে গোটা দেশে। প্রসঙ্গত পরিযায়ী শ্রমিকরা নিজেদের বাড়িতে ফিরতে শুরু করতেই ভারতের করোনা গ্রাফ বেশ উর্ধগামী।

এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ২ দিন আগে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৯৬৪ জন। ২৪ ঘন্টার মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৮০ তে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে মোট করণা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ১৪৩ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস ৮৯ হাজার ৯৯৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৯৪৮ জন। জানা গেছে এখনো পর্যন্ত গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৫১৬৪ জনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরমধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৯৩ জনের। জানা গেছে লকডাউন শিথিল হওয়ার বিষয় কর্ণাটকের এক বিশেষজ্ঞ স্পষ্ট জানিয়েছেন জুন থেকে সব ক্ষেত্রে ছাড় দেওয়া হলে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ৫০ শতাংশের বেশি ভারতবাসী করোনার কবলে পড়বেন। চতুর্থ ধাপের লকডাউনে ভারতে করোনা সংক্রমণ এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে পঞ্চম দফার লকডাউনের শিথিলতা ভারতবাসীর জন্য খুব একটা সুখকর হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞগন।

প্রসঙ্গত, চতুর্থ দফার লকডাউনের পর পঞ্চম দফার লকডাউনের ক্ষেত্রে কেন্দ্র সরকার বেশকিছু শিথিলতা এনেছে। শপিংমল, রেস্তোরা, হোটেল, ধর্মীয় স্থান সর্বক্ষেত্রেই ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। এদিকে দেশজুড়ে প্রতিনিয়ত যে পরিমাণ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে এতটা শিথিলতা কতখানি কাঙ্খিত সেই নিয়ে যথেষ্ট আশঙ্কার বাণী শুনিয়েছেন বিশেষজ্ঞরা। সবমিলিয়ে করোনার প্রতিষেধক এখনও না বেরোনো সত্ত্বেও যেভাবে ভারতে আনলক-১ পর্ব শুরু হল, তাতে আশঙ্কার মেঘ দেখছেন দেশবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!