এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কোভিড ভয়ে কাঁপছে উত্তরবঙ্গ, তৃতীয় ঢেউয়ের থাবা কি তরাই-ডুয়ার্স সংলগ্ন অঞ্চলে?

কোভিড ভয়ে কাঁপছে উত্তরবঙ্গ, তৃতীয় ঢেউয়ের থাবা কি তরাই-ডুয়ার্স সংলগ্ন অঞ্চলে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দ্বিতীয় ঢেউ অনেকটাই কমে গিয়েছে। আরও বিধি-নিষেধ জারি করে যাতে সম্পূর্ণরূপে সেই দ্বিতীয় ঢেউকে বিলীন করা যায়, তার চেষ্টা করছে রাজ্য সরকার। কিন্তু তার মাঝেই তৃতীয় ঢেউয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ল। তবে এবার আর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বা দক্ষিণবঙ্গের অন্যান্য অঞ্চলে নয়, বরঞ্চ তৃতীয় ঢেউ সরাসরি উত্তরবঙ্গ দিয়ে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা তৈরি হতে শুরু করেছে চিকিৎসকদের মধ্যে।

বস্তুত, বর্তমানে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে করোনা সংক্রমনের সংখ্যা সবথেকে বেশি বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে। স্বাভাবিকভাবেই যখন গোটা রাজ্যের বিভিন্ন জেলায় করোনা সংক্রমনের সংখ্যা নিম্নমুখী, সেখানে উত্তরবঙ্গের একের পর এক জেলায় কেন তা বাড়ছে, এখন এটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। আর সেই কারণেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে কিছুটা হলেও সতর্ক করছে গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বৈঠক করা হয় গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির সঙ্গে। আর সেখানেই উত্তর-পূর্ব ভারত থেকে যে সমস্ত মানুষজন আসছেন, তাদের ব্যাপারে উদ্বিগ্নতা প্রকাশ করা হয়। কেননা উত্তর-পূর্ব ভারতে কিছুটা হলেও করোনা সংক্রমণ রয়েছে। তবে উত্তর-পূর্ব ভারত থেকে যে জায়গাতেই যেতে হোক না কেন, সেক্ষেত্রে উত্তরবঙ্গ দিয়েই যেতে হবে। তাই যদি কেউ উত্তরবঙ্গের আসেন, তাহলে তাদের করোনা টেস্ট না করে ছেড়ে দেওয়া ঠিক হবে না বলেই সচেতনতা জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ থেকেই তৃতীয় ঢেউ গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে অনেকে আবার বলছেন, এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠকের পর গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি পরিবহন ব্যবস্থার ওপর বেশি মাত্রায় সচেতনতা জারি কথা তুলে ধরেছে। কেননা উত্তর-পূর্ব ভারত থেকে আসা মানুষেরা যদি বা করোনা টেস্ট না করিয়ে উত্তরবঙ্গে পা রাখে, তাহলে দিনকে দিন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করবে। এক্ষেত্রে বর্তমানে যে পরিমাণ আক্রান্তের সংখ্যা নিচের দিকে নামতে শুরু করেছে, তাতে যদি আবার তা ভয়াবহ আকার নিতে শুরু করে। তাহলে তৃতীয় ঢেউ যে বাংলায় অনিবার্যভাবে আছড়ে পড়তে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

তাই সেই ব্যাপারে সচেতনতা জারি করে এখন থেকেই রাজ্য স্বাস্থ্য দপ্তরকে সর্তকতা অবলম্বন করার পরামর্শ দিল গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি। সব মিলিয়ে এতদিন দক্ষিণবঙ্গ আতঙ্কের কারণ হলেও, এবার ধীরে ধীরে তৃতীয় ঢেউ আসার আগে উত্তরবঙ্গ আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে গোটা রাজ্যবাসীর কাছে। তবে এই আতঙ্ককে দূরীভূত করে প্রশাসনের পক্ষ থেকে করোনার তৃতীয় ঢেউকে আটকাতে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!