এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোভিড হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা না মিলতেই আসরে ঝাঁপিয়ে পড়লেন তৃণমূল বিধায়ক

কোভিড হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা না মিলতেই আসরে ঝাঁপিয়ে পড়লেন তৃণমূল বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে রাজ্যে। তবে করোনা পরিস্থিতি হোক বা অন্য কোনো জটিল অসুখ, যে কোনো ক্ষেত্রেই সুরাহার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। যে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন গরীব মানুষেরা। যে কার্ডের মধ্যে দিয়ে খুব অল্প খরচে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে বলে খবর।

তবে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে নানা সময় নানা অভিযোগ করতে দেখা গেছে। বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। এমনকি সাধারণ মানুষ এই অভিযোগকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে।

ইতিমধ্যেই তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বেশ কিছু তারকা প্রার্থী বিধায়ক হয়েছেন। তবে ভোটের পরে তারকা বিধায়কদের কতটা পাওয়া যাবে, তা নিয়ে নানা মহলে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু নির্বাচনে জয়লাভ করার সাথে সাথে এবার রীতিমত মাস্টারস্ট্রোক দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট অভিনেত্রী লাভলী মৈত্র।

যেখানে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাচ্ছে না, এই খবর পেয়ে সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষ এবং রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন হেভিওয়েট এই তারকা বিধায়ক। স্বাভাবিক ভাবেই নির্বাচনে জয়লাভের সাথে সাথেই বিশিষ্ট অভিনেত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়াতে শুরু করলেন, তাকে স্বাগত জানাচ্ছেন সকলে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সোনারপুরের বেশকিছু বাসিন্দারা অভিযোগ করেন, স্থানীয় বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা করাতে গিয়ে মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন না। আর সাধারন মানুষের সেই অভিযোগ শোনার পরই শনিবার রাতে সেই করোনা হাসপাতালে গিয়ে উপস্থিত হন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক লাভলী মৈত্র।

যেখানে হাসপাতালে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তৃণমূলের এই তারকা বিধায়ককে। কিন্তু সরকারের পক্ষ থেকে যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে, সেখানে কেন মানুষকে এই সুবিধা দেওয়া হচ্ছে না, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান তৃণমূল বিধায়ক। পরবর্তীতে গোটা পরিস্থিতির সমাধান হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন রোগীরা সঠিকভাবে পরিষেবা পাচ্ছিলেন না? এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র বলেন, “ম্যানেজারের ফোন নম্বর নিয়ে রেখেছি। ওনারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। করোনা রোগীর স্বাস্থ্যসাথী কার্ড দেখালে তারা তাকে সেই সুবিধা দেবেন। আমি গোটা বিষয়টির ওপর নজর রাখছি। ভবিষ্যতে আবার কোনো রোগীর পরিবারের তরফ থেকে অভিযোগ পেলে ম্যানেজারের সঙ্গে কথা বলব।”

বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা নির্বাচনে মিমি চক্রবর্তী হোক বা নুসরাত জাহান, বিভিন্ন তারকা প্রার্থীরা জয়লাভ করার পর তাদের নানা ভিডিও এবং ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছে। এমনকি মানুষ যখন বিপদে, তখন তৃণমূলের এই সাংসদরা নিজেদের মত করে সময় কাটাচ্ছেন বলেও অভিযোগ করতে দেখা গেছে সমালোচক মহলের একাংশকে।

সেদিক থেকে 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের অনেক তারকা প্রার্থীরা জয়লাভ করার পরেই নানা মহলে সংশয় তৈরি হয়েছিল। মানুষের পাশে এরা কি আদৌ থাকবে, তবে ভোটে জয়লাভ করার পরেই এবার বিধায়ক হিসেবে মানুষের পাশে থেকে রীতিমত নজির গড়লেন তৃণমূলের তারকা বিধায়ক সোনারপুর দক্ষিণের লাভলী মৈত্র। যে ঘটনাকে স্বাগত জানাচ্ছেন জনতা জনার্দন। এভাবেই তারকা বিধায়ক থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক জনপ্রতিনিধিরা মানুষের বিপদে ঝাপিয়ে পড়ুন, এমনটাই কাম্য সকলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!