এখন পড়ছেন
হোম > জাতীয় > কোভিড যোদ্ধাদের জন্য কেন্দ্রের ঘোষণা মত বীমার টাকা পাওয়া যাচ্ছে না! ক্ষোভ বাড়ছে রাজ্যে

কোভিড যোদ্ধাদের জন্য কেন্দ্রের ঘোষণা মত বীমার টাকা পাওয়া যাচ্ছে না! ক্ষোভ বাড়ছে রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এবার কেন্দ্রের বিরুদ্ধে উঠতে শুরু করল নয়া অভিযোগ। জানা গেছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্গত কোভিড বীমার টাকা অনেকে আবেদন করেও পাননি। যার ফলে তৈরি হয়েছে অসন্তোষ। বস্তুত, কেন্দ্রের এই প্রকল্পের সাহায্য চেয়ে আবেদন করেছিলেন বাংলায় করোনা ভাইরাসে প্রয়াত 11 জন করোনা যোদ্ধার পরিবার। কিন্তু এখনও পর্যন্ত তাদের কাছে কোনো সাহায্য আসেনি। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, অনেক ক্ষেত্রে কোভিড যোদ্ধাদের পরিবারের তরফে করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে যে, তারা এই সমস্ত বীমা পাওয়ার অযোগ্য। তবে কেন্দ্রের ক্ষেত্রে এই আচরণ করায় রীতিমতো ক্ষুব্ধ সেই সমস্ত করোনা যোদ্ধাদের পরিবার।

এদিন এই প্রসঙ্গে ডাক্তার বিপ্লব দাশগুপ্তের ছেলে পল্লব দাশগুপ্ত বলেন, “বাবা ঝুঁকি নিয়ে সেন্ট্রাল মেডিকেল স্টোরে দিনরাত কাজ করেছেন। অথচ তার পরিবারকে বীমার টাকা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলছে কেন্দ্রীয় সরকার।” অন্যদিকে কোভিড যোদ্ধা প্রয়াত ডাঃ শিশির মন্ডলের ছেলে সোহম মন্ডল বলেন, “কোভিড আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে শিখিয়েছে। কিন্তু কেন্দ্রের এই আচরণ দেখে সত্যিই মনে হচ্ছে, বাংলার মানুষ রাজনীতির বলি হচ্ছে।” স্বাভাবিকভাবেই কেন্দ্রের পক্ষ থেকে অর্থনৈতিক সাহায্যের করার কথা বলা হলেও, যেভাবে করোনা যোদ্ধাদের পরিবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে শুরু করলেন, তাতে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে যে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করা হচ্ছিল, তাতে অনেকটাই সীলমোহর পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 এপ্রিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় করোনা যুদ্ধে শামিল চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য 50 লক্ষ টাকা কোভিড বীমার কথা ঘোষণা করেন। সেদিক থেকে রাজ্যের 11 জন কোভিড যোদ্ধাদের পরিবার এখনও পর্যন্ত এই সাহায্য পাননি। অনেক ক্ষেত্রে তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ব্যাপারে কোভিড যোদ্ধাদের সাহায্য করেছে। তাই সেই সমস্ত করোনা যোদ্ধাদের পরিবারে কেন্দ্রের তরফে বিমাতৃসুলভ আচারণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারকে অনেকটাই বিরম্বনায় ফেলে দিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের পাশে দাঁড়িয়েছে, তা বলতে ভোলেননি এই কোভিড যোদ্ধাদের পরিবাররা।

কেন এমনটা হচ্ছে? কেন প্রধানমন্ত্রীর আশ্বাস দেওয়া সত্ত্বেও সেই সমস্ত বাংলার কোভিড যোদ্ধাদের পরিবাররা সাহায্য পেল না? এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “কোভিড যোদ্ধাদের জন্য বিমার ঘোষণা প্রথম প্রধানমন্ত্রী করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা প্রত্যাখ্যান করে দেয়। অজস্র আবেদন আসায় তা যাচাই করতে সময় লাগছে।” তবে যে যাই বলুন না কেন, গোটা ব্যাপারে বাংলার করোনা যোদ্ধাদের পরিবারের কাছে বিজেপি যে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!