এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাংলা সহ ১০ রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্ৰমণ! কাল মোদীর বিশেষ বৈঠকে থাকছেন মমতাও!

বাংলা সহ ১০ রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্ৰমণ! কাল মোদীর বিশেষ বৈঠকে থাকছেন মমতাও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইউরোপ, আমেরিকাকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করে দিয়ে সম্প্রতি করোনা ভাইরাস ভারতে তার জাল বিস্তার করেছে। দিনে দিনে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ লক্ষের গন্ডি পার করে ফেলেছে। আশঙ্কা বাড়িয়ে দিয়ে ১০ লক্ষ থেকে ২০ লক্ষে পৌঁছতে সময় লেগেছে মাত্র ৩ সপ্তাহে, আর ১৫ লক্ষ থেকে ২০ লক্ষে পৌঁছতে সময় লেগেছে মাত্র ৯ দিন।

অন্যদিকে, দেশের মোট করোনা আক্রান্ত ১০ লক্ষ পার করার পর থেকে হওয়া নতুন করে করোনা সংক্রমণের ৪২% ই এসেছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের মতো রাজ্যগুলি থেকে। যা থেকে পরিষ্কার করোনা এখন আর শুধু উত্তর ভারতের রাজ্যগুলিতেই তার থাবা বসিয়ে নেই, হাত শক্ত করেছে দক্ষিনের রাজ্যগুলিতেও। অন্যদিকে মহারাষ্ট্র রয়েছে সংক্রমণের একেবারে চূড়োয়। যেখানে গতকাল ২৪ ঘন্টায় ১২ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনা রোগে আক্রান্ত হয়েছেন। দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ বলে পরিচিত এই রাজ্যগুলি করোনার সংক্রমণে দিশেহারা, বারবার ডাকতে হচ্ছে লকডাউন। ফলে মুষড়ে পড়ছে রাজ্যগুলির অর্থনীতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশে করোনা পরিস্থির এই ভয়াবহ দিকটি লক্ষ করে প্রধানমন্ত্রী দেশের সর্বাধিক করোনা আক্রান্ত ১০ টি রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। আগামীকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক। এই বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তেলঙ্গানা, বিহার, গুজরাত, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ করতে চলেছেন। প্রসঙ্গত, দিল্লিতে করোনা সংক্রমণ ব্যাপক হলেও, দিল্লির বর্তমান করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে মনে করছে কেন্দ্র সরকার। এছাড়া দিল্লির স্বাস্থমন্ত্রক এখন নিয়ন্ত্রণে আছে কেন্দ্রের।

পরিবর্তে পাঞ্জাব রাজ্যে নতুন করে করোনার সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত বাড়তে থাকি তালিকায় রাখা হয়েছে এই রাজ্যটিকে। সংবাদ সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ১০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা ভাবে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে পশ্চিমবঙ্গের মোট করোনা সংক্রমণ ৯৫০০০ এর গন্ডি পার করেছে , মোট মৃত্যু পার করেছে ২০০০ এর গন্ডি। মৃত্যুর গ্রাফ উর্ধমুখী রাজধানী কলকাতা সহ সংলগ্ন দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও মালদহ জেলা। প্রসঙ্গত, দেশে আনলক পর্ব শুরু হবার পর গত ১৬ ও ১৭ ই জুন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন।

কিন্তু কথা বলার সুযোগ না থাকার কারণ দেখিয়ে সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার। তবে আগামীকালের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দিতে চলেছেন বলে নবান্নর তরফ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে কলকাতা, মুম্বই, নয়ডাতে করোনা টেস্টিং সেন্টার উদ্বোধন কালে মুখ্যমন্ত্রী দেশের সংকটের কালে কেন্দ্রের পশে থাকার বার্তা দিয়েছিলেন, সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন যে, রাজ্যের বিপদের দিনে কেন্দ্র যেন রাজ্যের পাশে থাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!