এখন পড়ছেন
হোম > জাতীয় > কোভিড পরিস্থিতিতে মুখমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কি বললেন প্রধানমন্ত্রী,

কোভিড পরিস্থিতিতে মুখমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কি বললেন প্রধানমন্ত্রী,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথম ঢেউয়ের পর এক বছরের মাথায় আছড়ে পড়েছে দ্বিতীয় ঢেউ। চলছে লাগাতার মৃত্যু মিছিল। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে বেশকিছু রাজ্য বিধিনিষেধ জারি করে লকডাউনের পথে হাঁটলেও সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা কমছে না কিছুতেই। তবে প্রথম দিকে দ্বিতীয় ঢেউয়ে যতটা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল, ধীরে ধীরে লকডাউন এবং বিধি-নিষেধ জারি হওয়ার কারণে বেশ কিছু রাজ্যে তার গ্রাফ নিচের দিকে নামতে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে আশা তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে। তবে বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে। তাই এই অবস্থায় আজ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক জেলার জেলাশাসকদের নিয়ে একটি ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বৈঠকে ভয়াবহ এই করোনা ভাইরাসকে আটকানোর জন্য নির্দেশ দিয়েছেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিনের এই বৈঠকে প্রধানমন্ত্রী বারবার টিকাকরণের ওপর জোর দিয়েছেন। এক্ষেত্রে কোনোভাবেই যাতে একটিও টিকা নষ্ট না হয়, সেই বিষয়টি বারবার তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, “দেশে টিকা নষ্টের মত সমস্যা রয়েছে। যখন আপনাদের হাতে টিকা তুলে দেওয়া হবে, আপনাদের নিশ্চিত করতে হবে, যাতে একটি ডোজও নষ্ট না হয়। শহর এবং উভয় জায়গাতেই আপনাদের নজর রাখতে হবে। স্থানীয় অভিজ্ঞতাকে কাজে লাগানো দরকার। গোটা দেশকে একসঙ্গে কাজ করতে হবে।” একাংশের মতে, দেশজুড়ে টিকার আকাল দেখা দিয়েছে। তাই এখন যাতে তা নষ্ট না হয়, তার জন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর এই বার্তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, ইতিমধ্যেই এই টিকাকরণ নিয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বৈরথ তৈরি হয়েছে। মাঝেমধ্যেই চেয়েও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই মাঝে আজকের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে টিকার আকাল থাকলেও যাদেরকে তা দেওয়া হচ্ছে, তা যাতে কোনোভাবেই কেউ নষ্ট না করে, তার উপর বারবার জোর দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ একটি টিকা প্রয়োগ যে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা রাষ্ট্রনায়কের এই মন্তব্য থেকে কার্যত পরিষ্কার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!