বাঁকুড়ায় হঠাৎ করে গরুর মড়ক, আতঙ্কে এলাকাবাসী বিশেষ খবর রাজ্য November 28, 2017 এইবার হঠাৎ করেই ‘অজানা রোগের’ মারণ কামড়ে আক্রান্ত নিরীহ পশু গরু। গত কয়েকদিন ধরে বাঁকুড়ার তালড্যাংরা, হাড়মাসরা গ্রাম পঞ্চায়েত সহ কেশতারা, ভীমরা ও কিয়াশল গ্রামে এই রোগের প্রকোপ মারাত্মক আকার ধারণ করে অন্তত পক্ষে ১৫ টি গরু ও বাছুর মারা যাওয়ায় এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে আছেন বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মারা যাওয়ার আগে কয়েকদিন ধরেই গরুগুলি খাওয়া বন্ধ করে দিচ্ছে এবং এর পরেই পেট ফুলে মারা যাচ্ছে, স্থানীয় পশু চিকিৎসককে দেখিয়েও কোন লাভ হচ্ছেনা। স্বাভাবিক ভাবেই এইভাবে গরুর মৃত্যুতে ক্ষতির মুখে পড়া গ্রামবাসীরা প্রশাসনকে জানানোর পরেও সরকারী পশু চিকিৎসক দল না আসায় অত্যন্ত ক্ষুব্ধ। এ বিষয়ে তালড্যাংরার স্থানীয় প্রশাসনের বক্তব্য, এই বিষয়ে তাঁর কাছে সম্পূর্ণ তথ্য নেই, খুব দ্রুত ওই এলাকায় সরকারি পশু চিকিৎসকদের একটি দল পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আপনার মতামত জানান -