এখন পড়ছেন
হোম > জাতীয় > দলবদলু বামেরা কার – শাসকদল ও জোটসঙ্গীর মধ্যে তীব্র মতবিরোধ, অবরুদ্ধ জাতীয় সড়ক

দলবদলু বামেরা কার – শাসকদল ও জোটসঙ্গীর মধ্যে তীব্র মতবিরোধ, অবরুদ্ধ জাতীয় সড়ক


দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে বিজেপি ও তাঁর জোটসঙ্গী আইপিএফটির ভিতর গন্ডোগোল বাধে এলাকায় কারর ক্ষমতা বেশি তা নিয়ে।স্থানীয় সূত্রের খবর থেকে জানা যায়,১৮ ই ফেব্রুয়ারি ভোটে ক্ষমতায় আসার পর বেশ কয়েকজন সিপিএম নেতা তাঁদের দল পরিবর্তন করে,তাই নিয়েই গন্ডোগোল।স্থানীয় বিজেপি ও আইপিএফটি উভয়েই তাঁদেরকে নিজেদের দলে টানার চেষ্টা করে।তাই নিয়ে বাঁধে তর্কাতর্কি এবং তার জেরেই সংঘর্ষ।এই ঘটনায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।জিবিপি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই খবর পৌছায় স্থানীয় প্রশাসনের কাছে।ঘটনাস্থলে যান স্থানীয় শীর্ষ নেতারা।তাঁরাই বুঝিয়ে অবরোধ তুলে নেন।ভোটের জোটসঙ্গী হলেও আলাদা রাজ্যগঠনের দাবী নিয়ে মতবিরোধ রয়েছে বিজেপি ও আইপিএফটির ভিতর।বিজেপও আগেই জানিয়ে দিয়েছিলো আলাদা রাজ্যের পথে তাঁরা যাবেন না।কিন্তু ত্রিপুরার ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইপিএফটি নেতাদের নিয়ে গিয়ে বিজেপি নেতৃত্ব আশ্বাস দেন যে,তাঁদের দাবী খতিয়ে দেখতে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গড়া হবে।কিন্তু ভোটে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয় যে,ওই ধরনের কোনো কমিটি গঠনের পরিকল্পনা আপাতত নেই।অন্যদিকে আইপিএফটি পৃথক রাজ্যের দাবী থেকেও সরছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!