এখন পড়ছেন
হোম > রাজ্য > সিপিএম কি তার সমস্ত শক্তিকে বিজেপির সঙ্গে যুক্ত করেছে? জল্পনা বাড়ালেন মানস ভুইয়া

সিপিএম কি তার সমস্ত শক্তিকে বিজেপির সঙ্গে যুক্ত করেছে? জল্পনা বাড়ালেন মানস ভুইয়া


দীর্ঘদিন ধরেই রাজ্যের শাসকদলের অনেক নেতারা অভিযোগ করে আসছেন যে, বামেদের অনেকেই বিজেপিতে যোগদান করে গেরুয়া শিবিরের হাত শক্ত করছে। এবার বিজেপির এরাজ্যে এত শক্তি বৃদ্ধির কারণ হিসেবে সেই তত্ত্বকেই খাড়া করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুইয়া।

সূত্রের খবর, গতকাল সব়ংয়ে আগামী 19 শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশ উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন সাংসদ মানস ভুঁইয়া, বিধায়ক গীতারানী ভুইয়া, ব্লক সভাপতি প্রভাত মাইতি, জেলা পরিষদ সদস্য অমূল্য মাইতি, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি আবু কালাম বক্স সহ শাসক দলের একাধিক নেতা এবং কর্মীরা।

আর এখানেই বক্তব্য রাখতে উঠে মানস ভুঁইয়া বলেন, “এই রাজ্যে সিপিএম তার সমস্ত শক্তিকে বিজেপির সঙ্গে যুক্ত করেছে। তারা বিজেপিকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে।” পাশাপাশি রাজ্যের একাধিক কংগ্রেস নেতা মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করায় তারাও বিজেপিকে সেই সুযোগ করে দিচ্ছেন বলে এদিনের সভা থেকে সেই কংগ্রেসকেও কটাক্ষ করেন মানসবাবু।

তবে শুধু কংগ্রেস, সিপিএম এবং বিজেপিকে কটাক্ষই নয়, এদিনের এই সভা থেকে দলীয় কর্মীদের আগামী 2019 এর লোকসভার জন্য এখন থেকেই প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তৃণমূলের এই সাংসদ। এদিন মানস ভুঁইয়া বলেন, “গোটা দেশ আমাদের বাংলার দিকে তাকিয়ে আছে। তাই হাতে হাত ধরে সকলে মিলে 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দেশ থেকে বিজেপিকে সরাতে হবে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি, অন্তর্কোন্দল মিটিয়ে নেওয়ারও পরামর্শ দেন এই তৃণমূল সাংসদ। রাজনৈতিক মহলের মতে, এখন লোকসভা নির্বাচনে নির্ণায়ক শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য তৃনমূল কংগ্রেসের। আর তাইতো এখন থেকেই দলনেত্রীর ডাকে সাড়া দিয়ে জেলায় জেলায় বিজেপি বিরোধী প্রচারে নেমে পড়েছেন রাজ্যের শাসকদলের নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!