সিপিএমের ছাত্র সংগঠনে বড়সড় বিদ্রোহের জেরে পদ খোয়ালেন হেভিওয়েট নেতা বর্ধমান রাজ্য July 30, 2018 একেই এ রাজ্যে বামেদের সংগঠন তলানিতে ঠেকেছে। ছাত্র সংগঠন এসএফআইয়ের কোনো রাজনৈতিক কর্মসূচী এরাজ্যে আর প্রায় নেই বললেই চলে। আর এরই মাঝে প্রবল বিপাকে পড়ে বর্ধমানের জেলা সিপিএমের বৈঠকে এসএফআইয়ের কমিটিতে ঘটানো হল রদবদল। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। জানা গেছে, শনিবার জেলা সিপিএমের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পদ অপূর্ব চট্টোপাধ্যায়কে পূর্ব বর্ধমান জেলার এসএফাআইয়ের পদ থেকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল দলের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক।পাশাপাশি ভাতার 1 এরিয়ার কমিটির মিটিংয়েও এসএফআইয়ের স্থানীয় লোকাল কমিটির সম্পাদক সৌমেন কার্ফাকে দুমাসের জন্য সাসপেন্ডের সুপারিশও করা হয়েছে। কিন্তু হঠাৎ এই রদবদলের পেছনে কারন কি? জানা গেছে, 2017 র 11 ও 12 ই নভেম্বর বুবুদে এসএফআইয়ের জেলা সম্মেলনে ভোটাভোটির মাধ্যমে ছাত্র সংগঠনে প্যানেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে চেনা মুখকে পদ পাইয়ে দেওয়ার অভিযোগে সংগঠনেরই একটা অংশ জেলা কমিটির বৈঠকেই যায়নি। আর এরই মাঝে ফেসবুকে পোষ্ট করে ভাতারের সৌমেন কার্ফা নিজের পদ থেকে সরে দাড়ানোর ইচ্ছে প্রকাশ করলে শনিবার জেলা কমিটির বৈঠকে চরমে ওঠে সেই বিবাদ। তৈরি হয় চরম বিতর্ক। একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু কলেন। আর তা সামাল দিতেই শেষপর্যন্ত অপূর্ব চট্টোপাধ্যায়কে সরিয়ে ওই পদে বসেন বর্ধমান সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক। তবে দলে বিদ্রোহের কারনে যে রদবদল হয়েছে তা মানতে নারাজ অচিন্ত্য মল্লিক। তিনি বলেন, “অপূর্ববাবুর দলে অনেক দায়িত্ব রয়েছে। তাই তার ওপর সব না চাপিয়ে দায়িত্ব ভাগ করে নিলাম।” সব মিলিয়ে নেতারা যাই বলুক না কেন! ঝেলা কমিটির বাকি সদস্যদের চাপেই যে জেলার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ে এই রদবদল তা এককথায় বলাই যায়। আপনার মতামত জানান -