এখন পড়ছেন
হোম > রাজ্য > পরিবর্তনের জামানায় কি সিপিএমই ভুলে গেছে জ্যোতি বসুকে? জন্মদিনেই উঠছে প্রশ্ন

পরিবর্তনের জামানায় কি সিপিএমই ভুলে গেছে জ্যোতি বসুকে? জন্মদিনেই উঠছে প্রশ্ন

৮ ই জুলাই ছিলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা জ্যোতি বসুর জন্মদিন। অন্য বছর গুলির মতোই এই বছরেও ছুটির দিন হওয়া সত্ত্বেও বিধানসভা খুলে যাবতীয় আয়োজন করা হয়েছিলো। কিন্তু সেই অনুষ্ঠাণে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ভিন্ন সরকার পক্ষ বা বিরোধী পক্ষ কাউকেই দেখতে পাওয়া গেলোনা। অথচ রাজ্যের শাসক দল পরিবর্তনের প্রথম বছরে এই বছরের মতোই একটি রবিবারে ৮ ই জুলাই দিন টি পড়েছিলো। সেই দিন বিধানসভার দ্বার খোলা হয়নি বলে রাজনৈতিক মহলে অগাধ বিতর্ক দেখা দিয়েছিলো। আর তার ঠিক ৬ বছর পরেই এদিনেও প্রায় একই চিত্র দেখা গেলো তফাত শুধু একটাই যে এবারে সব রকমই আয়োজন করা হয়েছিলো । ছুটির দিন হওয়া সত্ত্বেও বিধানসভা অবধি খোলা রাখা হয়েছিলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৫ তম জন্মদিন এ বার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রচারে বিশেষ ভাবে ব্যবহার করছে বাম শরিক দল সিপিএম। রক্তদান অনুষঠান, আলোচনা সভা প্রভৃতি অনুষ্ঠান ও পালিত হয়েছে। অথচ এত কিছুর মধ্যেও অথচ বিধানসভার অলিন্দে এ দিন বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন মাত্র দু’জন সিপিএম বিধায়ক- তন্ময় ভট্টাচার্য ও সমর হাজরা। দলীয় কর্মসূচিতে কোচবিহারে উপস্থিত বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বিশদে জানিয়ে বললেন, ”কলকাতায় থাকব না বলেই প্রাক্তন বিধায়কেরা যাতে যান, সেই ব্যবস্থা করে এসেছিলাম।”কেন দেখা গেলো না আর কোনো বাম নেতাদের এই নিয়েও উঠেছে প্রশ্ন? প্রসঙ্গতঃ শাসক দলের নেতা তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঐদিন নানা কাজে ব্যস্ত থাকার জন্যে বিধানসভায় উপস্থিত থাকতে পারেননি বলেই জানালেন। ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি ও অজ্ঞাত কারণ বশত অনুপস্থিত ছিলেন। কংগ্রেস বিধায়ক আলবিরুনি জুলকারনাইনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মালদহে যাওয়ায় বিধানসভায় ছিলেন না বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বিজেপির কোনও বিধায়কও যাননি। বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি দফতরে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু ও কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের বৈঠকে ব্যস্ত ছিলেন বলে জানা গিয়েছে। এসব কিছুর পরে ঐ দিন বিধানসভায় কোনো দলের পক্ষ থেকেই কাউকে উপস্থিত থাকতে না দেখে অত্যন্ত অসন্তুষ্ট হয়েই বিধানসভার স্পিকার বিমানবাবু নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ”দুর্ভাগ্যজনক! আমরা সব পরিষদীয় দলকেই আমন্ত্রণ জানাই। কিন্তু পূর্বসূরিদের প্রতি বর্তমান নেতাদের যদি শ্রদ্ধা না থাকে, তা হলে আর কী করা যাবে!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!