এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েও নয়া শর্তে চাপ বাড়াচ্ছে বামেরা

মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েও নয়া শর্তে চাপ বাড়াচ্ছে বামেরা

কিছুদিন আগেই রাজ্য সরকারের জমিতে গড়ে ওঠা কলোনিগুলিতে বকেয়া দলিল দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো দেখেছিলেন অনেক মানুষ। তবে শুধু সাধারণ মানুষই নয়, রাজ্যের প্রশাসনিক প্রধানের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছিল বিরোধী দল হিসেবে পরিচিত বামেরাও।

কিন্তু প্রথমদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানালেও এবার এই বকেয়া দলিল দেওয়াকে ঘিরে ফের শাসকের বিরুদ্ধে রাজ্য রাজনীতিতে ঝড় তুলতে চলেছে সিপিএম। সূত্রের খবর, আগামী দু’মাসের মধ্যেই বকেয়া দলিল দেওয়ার প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়ে আগামী 29 শে জানুয়ারি রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছেন সিপিএম নিয়ন্ত্রিত সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু হঠাৎ প্রথমে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও কেন সেই প্রক্রিয়ায় বিরুদ্ধে মাঠে নামতে চলেছে বামেরা? এদিন এই প্রসঙ্গে এই সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের ডাকা সাংবাদিক বৈঠকে উপস্থিত বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “এই রাজ্যের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জমিতে অন্তত চার হাজার উদ্বাস্তু কলোনির ক্যাম্প রয়েছে। বিগত বাম আমলে প্রায় আড়াই লক্ষ পরিবারকে দলিল দেওয়ার কাজ হয়েছিল। কিন্তু গত সাত বছরে এই কাজ থমকে ছিল। সম্প্রতি এই ব্যাপারে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও আগামী দু’মাসের মধ্যেই দলিল হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে হবে। আর যদি এই দলিল হস্তান্তর প্রক্রিয়া শেষ না হয় তাহলে বুঝতে হবে এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বর্তমান তৃণমূল সরকার এই কলোনির মানুষকে বকেয়া দলিল দেওয়ার ব্যাপারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও তড়িঘড়ি যাতে এই দলিল সরকার তাদের দেয় সেই জন্য রাজ্যের প্রশাসনের উপর চাপ বাড়াতে মরিয়া বামেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!