এখন পড়ছেন
হোম > জাতীয় > দল নির্বিশেষে আক্রান্তদের পাশে দাঁড়ানোর নীতি নিয়ে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিআইএম

দল নির্বিশেষে আক্রান্তদের পাশে দাঁড়ানোর নীতি নিয়ে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিআইএম

দলীয় কর্মী সমর্থকদের একজোট করে বাম শিবির নানা বৈঠক কর্মসূচীর আয়োজন করছে। দলের আক্রান্ত কর্মী সমর্থদের সাথে নিয়মিত যোগাযোগ ও রেখে চলছেন দলের শীর্ষ সারির নেতা কর্মীরা। জানা যাচ্ছে জন সংযোগ বৃদ্ধির উদ্দেশ্যেই এদিন পুরুলিয়ার বলরামপুরে মৃত দুই বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের বাড়িতে গিয়ে দুই পরিবারের সঙ্গে কথা বলেছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বিমান বসু ও কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সম্পূর্ণ বিপরীত আদর্শের রাজনীতি করা মৃত বিজেপি দলীয় কর্মীর বাসভবনে বাম নেতার উপস্থিতি প্রসঙ্গে বিমান বাবু বললেন, ”ওঁরা অন্য রাজনৈতিক দল করতেই পারেন। কিন্তু সঙ্কীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে যাইনি। যে ভাবে দু’জনকে হত্যা করা হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত দরকার। আমরা চাই, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষিত হোক।” ঐ একই দিনে মধ্যপ্রদেশের সিমারিয়া গ্রামে নিহত যুবক বিমল জাতবের , গ্বালিয়রে নিহত রমেশ জাতব ও দীপক জাতবের বাড়ি তে তাঁদের শোকগ্রস্ত পরিবার বর্গের সাথে কথা বলার জন্যে সেখানে উপস্থিত হয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরী। মধ্যপ্রদেশের নিহত এই নেতাদের হত্যার জন্যে বিজেপি-আরএসএস কে মূল অভিযুক্ত ঠাহর করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে দলের নেতা কর্মীদের আক্রান্ত হওয়া প্রসঙ্গে , এদিন তিনি বললেন , ”যেখানে যারা ঘৃণা ও হিংসার রাজনীতি করছে, আমরা তার বিরুদ্ধে। সর্বশক্তি দিয়ে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে এই রাজনীতিকে পরাস্ত করতে হবে।” দলের এই উদ্যোগ আদৌ দলের ভবিষ্যতের জন্যে সুফল নিয়ে আসবে কিনা আগামী দিনের নির্বাচনের ফলাফল তার যোগ্য জবাব দেবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!