এখন পড়ছেন
হোম > জাতীয় > সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে ‘বাংলা-কোটায়’ এবার সীতারামের নেতৃত্ত্বে চূড়ান্ত চমক

সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে ‘বাংলা-কোটায়’ এবার সীতারামের নেতৃত্ত্বে চূড়ান্ত চমক

সীতারাম ইয়েচুরি দ্বিতীয়বারের জন্যে সিপিএম এর কেন্দ্রীয় কমিটিকে নেতৃত্ব দেবেন।চূড়ান্ত চমক্ এটাই যে তিনি ‘বাংলা-কোটায়’ নেতৃত্ব দিচ্ছেন।৯৫ জন সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে ঢুকলেন ৪ নতুন সদস্য।সুজন চক্রবর্তী, অমিয় পাত্র,রবীন দেব ও আভাস রায়চৌধুরী।অশোক ভট্টাচার্য ও কনীনিকা ঘোষ এর নামে দলে প্রত্যাশিত ছিল কিন্তু তাঁদের কপাল জুটলো না কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া।অন্যদিকে,প্রত্যাশিতভাবে পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র,বিমান বসু,মহম্মদ সেলিম,হান্নান মোল্লার এর নাম দলে থাকলো।দিল্লি কোটায় হান্নান মোল্লার অবস্থান এবারও অপরিবর্তিত।কমিটিতে রয়েছেন আগের বারের মতোই তপন সেন,নীলোৎপল বসু,মৃদুক দে,রেখা গোস্বামী শ্রীদীপ ভট্টাচার্য রামচন্দ্র ডোম,মিনতি ঘোষ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে কমিটি থেকে বাদ পড়েছেন তিনজন,যাদের স্থানে নতুন চার সদস্য দলভুক্ত হয়েছেন।বুদ্ধদেব ভট্টাচার্য এবার কমিটিতে নেই,আগেরবার আমন্ত্রিত হিসাবে ছিলেন।তবে আমন্ত্রিত হিসাবে কমিটিতে ঠাঁই মিলেছে মদন ঘোষের।এই খতিয়ান প্রমাণ দিচ্ছে যে পলিটব্যুরোতে বাংলার প্রতিনিধিত্ব এবার এক ধাক্কায় বেড়ে বেশ চমক্ দেখিয়েছে। খবর বলছে,এটা সম্ভব হয়েছে সাধারণ সম্পাদকের সদর্থক ইচ্ছা ও চেষ্টাতে।
অন্যদিকে সিপিএমের প্রাক্তণ সংসদীয় দলনেতা বাসুদের আচারিয়া হয়েছেন সেন্ট্রাল কন্ট্রোল কমিশনের প্রধান আর কেন্দ্রীয় কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্যের তালিকার প্রথমে রয়েছেন নবতিপর ভি এস অচ্যুতানন্দন যিনি কেরলের জনপ্রিয় নেতা এবং কারাট-বিজায়ন এর ঘোর বিরোধী।এছাড়া রাজনৈতিক সূত্রের খবর বলছে,এদিন সীতারাম ইয়েচুরির নেতৃত্বে নতুন কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়।সেই বৈঠকেই পলিটব্যুরো গঠিত হয়।সেখানেই বাংলার জন্য নতুন চমক ঘটে যখন নীলোৎপল বসু আর তপন সেন এর নাম কমিটিভুক্ত করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!