এখন পড়ছেন
হোম > রাজ্য > সিপিএমের সমর্থনে দলীয় চেয়ারপার্সনকে সারানোর চেষ্টায় চূড়ান্ত অস্বস্তি শাসকদলে, কড়া ব্যবস্থা অরূপের

সিপিএমের সমর্থনে দলীয় চেয়ারপার্সনকে সারানোর চেষ্টায় চূড়ান্ত অস্বস্তি শাসকদলে, কড়া ব্যবস্থা অরূপের

সারা রাজ্যে যখন বিরোধীদলকে ঠেকাতে তৎপর শাসকদল তৃনমূল কংগ্রেস। ঠিক তখনই তৃনমূল পরিচালিত ডানকুনি পুরসভায় দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সেই তৃনমূল ও বাম কাউন্সিলরেরা হাত মেলানোয় তীব্র অস্বস্তিতে পড়ে শাসকদল। আর তাই এই পরিস্থিতিকে বাগে আনতে মঙ্গলবারই নেতাজী ইন্ডোরে পুরসভার সমস্ত দলীয় কাউন্সিলরকে নিয়ে একটি বৈঠকে বসেন জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী অরুপ বিশ্বাস। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃনমূলের সভাপতি তপন দাশগুপ্ত, কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল, বিধায়ক স্বাতী খন্দকার সহ প্রমুখ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবারই চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে একটি অনাস্থাপত্র এনে সেখানে তৃণমূলের ছ জন এবং সিপিএমের দুজন কাউন্সিলর সই করে তা মহকুমাশাসকের হাতে তুলে দেন।আর এরনরই মঙ্গলবারের বৈঠকে এইভাবে সিপিএমের সাথে হাত মিলিয়ে দলের কাউন্সিলররা দলেরই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাপত্র জমা দেওয়ায় অরুপ বিশ্বাস সেই দলীয় শৃঙ্খলাভঙ্গকারী কাউন্সিলরদের কড়া ধমক দেন।

পাশাপাশি চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা সম্পর্কে একটি নথি তৈরি করে ভাইস চেয়ারম্যানকে তৃণমূলের ফিরহাদ হাকিমের কাছে বিভাগীয় তদন্তের জন্য জমা দেওয়ার নির্দেশ দেন। এদিন  চেয়ারম্যানের বিরুদ্ধে কাউন্সিলরদের ঠিক কি অভিযোগ রয়েছে বৈঠকে মন্ত্রী তা শুনতে চাইলে পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন,বাড়ি তৈরির টাকা তছরুপ, বিদ্যুৎ বিল, নিজস্ব তহবিলের হিসেব না মেলা, একাধিক টাকা আদায়ের বিলবই সহ একাধিক অভিযোগ এই চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে। এরপর চেয়ারপার্সনকে বলতে দিলে চরম বাগবিতন্ডা শুরু হয় দুপক্ষের মধ্যে। এমনকী এলাকার বিধায়কও এই বৈঠকে চেয়ারম্যান বিরুদ্ধেই মুখ খোলেন।

আর এরপরই পুরসভার সমস্ত দ্বায়িত্ব চেয়ারম্যান হাসিনা শবনমের হাত থেকে কেড়ে নিয়ে বিধায়ককে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে আহ্বায়ক করে পুরসভার কাজকর্ম দেখভালের ব্যাপারে 7 সদস্যের একটি কমিটিও তৈরি করে দেন অরুপ বিশ্বাস। সব মিলিয়ে একদিকে অনিয়মের অভিযোগ ওঠায় চেয়ারম্যানকে অপসারন আর অন্যদিকে সিপিএমের হাত মিলিয়ে অনাস্থা আনায় দলের কাউন্সিলরদের ভর্ৎসনা। এক ঢিলে দুই পাখি মেরে তৃণমূলের অরুপ বিশ্বাস বুঝিয়ে দিলেন দলীয়শৃঙ্খলা রক্ষাই কোনো কসুর করবে না দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!