এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় চমক বামফ্রন্টের অভ্যন্তরীণ রাজনীতিতে, সীতারামকে আটকাতে আসরে প্রাক্তন মুখ্যমন্ত্রী

বড় চমক বামফ্রন্টের অভ্যন্তরীণ রাজনীতিতে, সীতারামকে আটকাতে আসরে প্রাক্তন মুখ্যমন্ত্রী


এবার সীতারাম ইয়েচুরিকে সরিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক পদে মানিক সরকারকে  অধিষ্ঠিত করতে নতুন ছক কষলেন প্রকাশ কারাট। কংগ্রেসের সাথে সমঝোতার বিষয়ে দলের কেন্দ্রীয় কমিটির তরফে সমর্থন না মেলায় সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেন ইয়েচুরি। আর এটাকেই অস্ত্র হিসাবে খাড়া করে ত্রিপুরা থেকে দিল্লিতে এনে বাজিমাত করতে চাইছেন কারাট। এদিকে কেন্দ্রীয় কমিটির এক সদস্যকে নিয়ে পার্টি কংগ্রেসের প্রতিনিধি বাছাই করতে ত্রিপুরা গিয়েছিলেন কারাট।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে পার্টি কংগ্রেসের কেউ একজন দলের শীর্ষ পদে বসবেন এই আস্বাসে মোট ৪৫ জন প্রতিনিধির সমর্থন আদায় করে কারাট শিবির। এর পরিপ্রেক্ষিতে তাঁদের যুক্তি অন্যান্য জায়গার প্রতিনিধির বদলে মানিকবাবুকে সম্পাদক করলে গোটা সিপিএমের কেউই তাঁর দিকে প্রশ্ন তুলবে না ফলে দল লাভবান হবে। মানিকবাবুর সরাসরি বিরোধিতা করতে পারছেন না ইয়েচুরিও। ইয়েচুরি শিবিরের এক কেন্দ্রীয় নেতা এদিন বলেন, ”ক্ষমতা হারানোর পরে ত্রিপুরায় দলের কর্মীরা মানিকবাবুকে সামনে রেখেই লড়াই করছেন। তিনিই বিরোধী দলনেতা। এই সময়ে তাঁকে দিল্লিতে সরিয়ে আনলে ত্রিপুরায় কর্মীদের মনোবল ভেঙে যাবে।” আবার মানিকবাবুর দিল্লিবাসী হওয়া নিয়েও প্রশ্নের ঝড় উঠেছে। এর পরিপ্রেক্ষিতে কারাট শিবিরের এক পলিটব্যুরো সদস্য বলেন, ”সাধারণ সম্পাদকের মেয়াদ থাকে পার্টি কংগ্রেস পর্যন্ত। হায়দরাবাদে নতুন করে সম্পাদক নির্বাচন তো হবেই!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!