এখন পড়ছেন
হোম > জাতীয় > বামফ্রন্টের পার্টি কংগ্রেসে ইয়েচুরির মাস্টারস্ট্রোকে জয়ী ‘বেঙ্গল-লাইন’

বামফ্রন্টের পার্টি কংগ্রেসে ইয়েচুরির মাস্টারস্ট্রোকে জয়ী ‘বেঙ্গল-লাইন’

হায়দ্রাবাদে আয়োজিত ২২তম  সিপিএম পার্টি কংগ্রেসে শেষ পর্যন্ত সীতারাম ইয়েচুরীর দলের কৌশলগত খসড়া প্রস্তাব মান্যতা পেলো। প্রস্তাব অনুযারী  সিপিএম আবার কংগ্রেসের সঙ্গে আন্দোলনে শামিল হতে পারবে। সংসদের ভেতরে কংগ্রেসকে সমর্থন করার পাশাপাশি সংসদের বাইরেও গনতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ জোট তৈরী করা যাবে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সীতারাম ইয়েচুরীর এই জয়ের নেপথ্যে অবশ্যই রয়েছে পশ্চিমবঙ্গের সিপিএম নেতৃ বৃন্দ। এদিন সীতারাম ইয়েচুরী সহ তাঁর অনুগামীরা পার্টি কংগ্রেসের সম্মেলনে দাবি করলেন খসড়া প্রস্তাব থেকে ‘‌কংগ্রেস বিরোধিতা’‌ লাইন তুলে নিতে হবে, নয়তো গোপন ব্যালটে যেতে হবে। প্রকাশ কারাট  এই প্রস্তাব সমর্থন করতে বাধ্য হন। উল্লেখ্য কলকাতার কেন্দ্রীয় কমিটির বৈঠকে ভোটাভুটিতে প্রকাশ কারাট জয়ী হয়েছিলেন। সেদিনের খসড়া প্রস্তাবে লেখা হয়েছিলো কংগ্রেসের সঙ্গে কোনও নির্বাচনী সমঝোতা বা জোট হবে না। প্রস্তাব থেকে এই লাইনটি তোলার জন্য পার্টি কংগ্রেস উত্তাল হয়ে উঠেছিলো। প্রস্তাব থেকে এই লাইন টি তুলে নেওয়া হলে এদিন রাতে সম্মেলন স্থলের বাইরে পশ্চিমবঙ্গ থেকে আগত দলীয় কর্মী সমর্থকেরা জয়ের আনন্দে স্লোগান তোলেন। স্লোগান ছিলো মূলত বিজেপি বিরোধী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!