এখন পড়ছেন
হোম > রাজ্য > বামেদের প্রস্তাবে বিজেপি প্রার্থী, বঙ্গে রাজনীতির মোড় ঘোরাতে অলিখিত মহাজোট

বামেদের প্রস্তাবে বিজেপি প্রার্থী, বঙ্গে রাজনীতির মোড় ঘোরাতে অলিখিত মহাজোট

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে উওর ২৪ পরগনার বহু বাম সমর্থকরা বিজেপি প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছেন। এই সংখ্যাটা প্রায় ১৫০ এর কাছাকাছি,এমনটাই জানা যাচ্ছে জেলা সিপিএম নেতৃত্বের প্রাথমিক হিসাব থেকে।এই অবস্থা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন করে তুলছে বাম নেতাদের। তবে আশা করা হচ্ছে বাদুড়িয়া,স্বরূপনগর,বসিরহাট-১,বসিরহাট-২ এবং বাগদা ব্লকে কংগ্রের সঙ্গে সিপিএম এর সমঝোতার একটা ইতিবাচক ফলাফল হলেও হতে পারে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপি’র সংগঠন তেমন মজবুত নয়। তবে মোদী-হাওয়া এবং মেরুকরণের রাজনীতির ধারাকে এই জেলায় অস্বীকার করা যায় না। সিপিএম জেলা কমিটির এক সদস্যের বক্তব্য,”হাওয়ায় ভেসেই আমাদের অনেক সমর্থক বিজেপি’র প্রার্থী হয়েছেন। তাঁরা মনে করছেন, কেন্দ্রের ক্ষমতায় থাকার কারণে বিজেপি’ই পারে তৃণমূলকে শায়েস্তা করতে।” নিজেদের ব্যর্থতা কার্যত মেনে নিয়ে ওই নেতা জানিয়েছেন, দলের অনেক সমর্থককেই নাকি বোঝানো যায়নি, টিএমসিকে নিয়েও বিজেপি সরকারও গড়তে পারে যদি প্রয়োজন হয়। পদ্মশিবিরের প্রতি বামেদের ঝোঁক পরিলক্ষিত গোটা জেলাতেই। এই পদ্মপ্রীতির কারণ ব্যাখ্যায় সিপিএমের জেলা নেতৃত্বের একাংশ মনে করেছেন, ‘হতাশা’ থেকেই বাম সমর্থকদের অনেকে বিজেপি প্রার্থী হয়েছেন। এক জেলা সিপিএম নেতার কথায়, ”সমর্থকদের উপর দলীয় হুইপ থাকে না। তাঁদের কেউ বিজেপি’র প্রার্থী হলে আটকাতে পারি না। আমরা যতই নীতির কথা বলি, দলের সমর্থকদের অনেকেই তৃণমূলকে হারানোর জন্য বিজেপি’র দিকে ঝুঁকেছেন।” উত্তর ২৪ পরগনায় সিপিএমের দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ, সাংগঠনিক দুর্বলতা। ওই সিপিএম নেতার আরো জানিয়েছেন যে গত পঞ্চায়েত বসিরহাট মহকুমায় ভোটে ভাল ফল হয়েছিলো তাদের। পঞ্চায়েতের তিনস্তরেই তৃণমূলের থেকে এগিয়ে ছিল বামেরা। ২৫টি জেলা পরিষদের আসনের মধ্যে ১৬টি’তে জিতেছিলো সিপিএম।সন্ত্রাসের জন্য এবার ওই মহকুমার বহু পঞ্চায়েতে প্রার্থী তাঁরা দিতে পারেননি। ২০১৮ এর পঞ্চায়েত ভোটে কংগ্রেসের সঙ্গে থেকে উওর ২৪ পরগনার বামেরা আলোর মুখ দেখতে পারে কিনা সেটাই দেখার!

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali

আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!