এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে রাজ্যসভা ভোট নিয়ে এবার কংগ্রেসের সুরেই কথা বলতে শুরু করল বামফ্রন্ট

জল্পনা বাড়িয়ে রাজ্যসভা ভোট নিয়ে এবার কংগ্রেসের সুরেই কথা বলতে শুরু করল বামফ্রন্ট

”এমন কোনও নিরপেক্ষ মুখ রাজ্যসভার আসনের জন্য বাছতে হবে, যিনি তৃণমূল বা বিজেপি-পন্থী হবেন না। ভয় বা প্রলোভনে ওই দুই শক্তির দিকে চলে যাবেন না।” এদিন সিপিএমের রাজ্য সম্পাদক সীতারাম ইয়েচুরির পাশে বসে এমনটাই বললেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। জানা গেছে পশ্চিমবংগের রাজ্যসভার পঞ্চম আসনটি বার করার জন্য কংগ্রেস এখন সিপিএম এর সাথে সমঝোতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। আর এর ভার কংগ্রেস দিয়েছে রাহুল গাঁধীর ওপর। জানা গেছে বিদেশ সফরের আগে কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও আব্দুল মান্নানকে নিজের বাড়িতে ডেকে বৈঠক করেন। তৃণমূলের সাথে সমঝোতায় যেতে তিনি নারাজ এদিন সেটা স্পষ্ট জানিয়ে দেন তিনি। সূত্রের খবর রাহুল বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছেন। জেএমএম এর নেতা হেমন্ত সোরেনের সাথে আলাদা বৈঠকে রাহুল জেএমএমের নেতৃত্বে রাজ্যে ভোট হওয়ার প্রতিশুতি দেন বলে দাবি করেছেন সোরেন। সর্বাধিক আসন সুনিশ্চিত করার উদ্দেশ্যে রাহুল এখন উঠে পরে লেগেছে বলে কংগ্রেস সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!