এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চার দশকের শক্ত লালঘাঁটি ভেঙে পঞ্চায়েতের আগে মুখ্যমন্ত্রীকে উপহার পুরুলিয়ার মন্ত্রীর

চার দশকের শক্ত লালঘাঁটি ভেঙে পঞ্চায়েতের আগে মুখ্যমন্ত্রীকে উপহার পুরুলিয়ার মন্ত্রীর

চার দশকের শক্ত লালঘাঁটি ভেঙে পঞ্চায়েতের আগে মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন পুরুলিয়ার অনগ্রসর শ্রেণির কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু।সিপিএমের একদা লাল দুর্গ পুঞ্চার ডাহারডিতে ঘাস ফুল ফুটিয়ে ৫০টি পরিবারের সদস্যরা সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সন্ধ্যারানি টুডু।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে সিপিএমের শক্ত ঘাঁটি ডাহারডিতে ঘাসফুল ফোটানোর জন্য সন্ধ্যারানি টুডু ও আদিবাসী নেতা গুরুপদ টুডু দলের নেতা-কর্মীদের নিয়ে খুব পরিশ্রম করেছেন। এই যোগদান নিয়ে সন্ধ্যারানিদেবী বলেন, “এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদিবাসীদের উন্নয়ন করছেন, সেটা সবসময় প্রচারে আসছে না। তাই আমরা সাধারণ মানুষজনের বাড়ি-বাড়ি গিয়ে সরকারের সুফল বোঝাচ্ছি। এই ডাহারডিতেও আদিবাসীরা সরকার প্রকল্পের সুফল বুঝে সিপিএম থেকে তৃণমূলে এলেন।”অন্যদিকে আদিবাসী নেতা গুরুপদ টুডু বলেন, “এখানে আর কোথায় লাল থাকবে না। এই এলাকা সব সবুজ হয়ে যাবে। সিপিএমকে এখানে দূরবীন দিয়ে খুঁজতে হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!