এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘পাপ কখনো বাপকেও ছাড়ে না’ চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সিপিআইএম নেতার – জেনে নিন

‘পাপ কখনো বাপকেও ছাড়ে না’ চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সিপিআইএম নেতার – জেনে নিন

রাজ্যে এক সময় একের পর এক চিটফান্ড কেলেঙ্কারি ধরা পড়ে। আর উঠে আসে একের পর এক তৃণমূল হেভিওয়েট নেতার নাম। সম্প্রতি চিটফান্ড কাণ্ডে একের পর এক তৃণমূল হেভিওয়েট নেতার তলব হচ্ছে সিবিআই দপ্তরে। চলছে ঘণ্টার পর ঘণ্টা জেরা। চলছে তাদের ভয়েস টেস্টিং‌। যদিও তদন্ত এখনো চলছে। তবে এবার চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে আক্রমণ করলেন সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ।

এদিন দুপুরে বারাসাত কোর্টে হাজিরা দিতে যান সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ। তিনি একটি রাজনৈতিক মামলায় জড়িত থাকার জন্য এই হাজিরা দিতে পৌঁছান। কোর্ট থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ এবং তখনই তিনি বলে উঠলেন ‘পাপ কখনো বাপকে ছাড়ে না, যতই আড়াল করার চেষ্টা হোক। সত্যিটা একদিন সামনে আসবেই।’

তিনি নিজের অবস্থা সম্পর্কে জানান যে, তৃণমূল সরকার ক্ষমতার অপব্যবহার করে তাকে এই মামলায় জড়িয়ে রেখেছে কিন্তু মামলার সত‍্যতা কোন না কোন দিন প্রকাশ পাবেই।বরাবরই মুখ্যমন্ত্রী চিটফান্ড অভিযোগের উত্তরে বলে এসেছেন, চিটফান্ডের জন্ম হচ্ছে সিপিআইএমের আমলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে সুশান্ত ঘোষ বলেন ‘উনি (মুখ‍্যমন্ত্রী) SIT গঠন করেছিলেন। যদি বামেদের একজনও চিটফান্ডের সঙ্গে যুক্ত থাকত, তাহলে তো উনি তদন্ত করে গ্রেফতার করতে পারতেন। আসলে উনি এমন কোন কেলেঙ্কারি দেখাতে পারবেন না, যেখানে বামেদের কোন নেতা ও মন্ত্রী জড়িত আছেন।’ এরপর তিনি রাজীব কুমার প্রসঙ্গ তুলে বলেন ‘যেভাবে একজন আইপিএস অফিসারকে বাঁচাতে রাজ্যের প্রশাসনিক প্রধান তাঁর বাড়িতে দৌড়ে যাচ্ছেন, ফিরে এসে ধরনায় বসেছন, তা নজিরবিহীন। ভারতে এরকম ঘটনা আছে কিনা, তা আমার জানা নেই।’

অন্যদিকে চিট ফান্ড কাণ্ডে সিবিআই তদন্তের বিলম্ব হওয়ায় তিনি তৃণমূল ও বিজেপির সমঝোতার দাবি জানিয়ে প্রশ্ন তোলেন, ‘2013 সালে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তারপর কেটে গিয়েছে প্রায় আট বছর। এত বছর পরেও কেন সিবিআই তদন্তের অগ্রগতি হলো না?’ নিজের দলকে এগিয়ে রাখতে তিনি মুখ্যমন্ত্রীর দিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘দুর্নীতির অভিযোগে কোন বাম নেতা ও মন্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস নেই বর্তমান সরকারের। বাংলার মানুষ ভালভাবেই জানে বামেদের এটাই পরিচয় ও বৈশিষ্ট্য। বামেদের গায়ে হাত দেওয়ার আগেই এই সরকার বিদায় নেবে।’

তবে চিটফান্ড তদন্তের শেষে কি হবে তা এখনই বলা যাচ্ছে না, কারণ তদন্ত এখনো চলছে। তবে এই তদন্তের আঁচ যে তৃণমূলের অন্দরমহলে গিয়ে পৌঁছেছে তা তাদের চরম অস্বস্তিতে স্পষ্ট। এই তদন্তের রেশ যে কোনো-না-কোনোভাবে 2021 এর বিধানসভা ভোটে গিয়ে পড়বে, তা মনে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!