এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজের গড়ে শব্দবাজি ফাটিয়ে এবার সিপিএমের হাতে বেধড়ক মার খেলেন তৃণমূল প্রধান!

নিজের গড়ে শব্দবাজি ফাটিয়ে এবার সিপিএমের হাতে বেধড়ক মার খেলেন তৃণমূল প্রধান!

রাজ্যে এখন প্রায় যতগুলো ঘটনাই ঘটে থাকে, আর সেগুলো যদি রাজনৈতিক ঘটনা হয়, তাহলে সেক্ষেত্রে সংঘর্ষ জড়াতে দেখা যায় শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপিকে। সেদিক থেকে একদা রাজ্যের দোর্দণ্ডপ্রতাপ শক্তিশালী দল বলে পরিচিত বামফ্রন্টকে সেভাবে আর খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায় না। কিন্তু এবার শব্দ বাজি ফাটানোর ঘটনায় বচসায় জড়িয়ে পড়ল তৃণমূল এবং সিপিএম। যে ঘটনায় নতুন করে শব্দবাজি নিয়ে গণ্ডগোল রাজনৈতিক আকার ধারণ করল বলে মত রাজনৈতিক মহলের।

জানা যায়, গত মঙ্গলবার হাসনাবাদ ব্লকের মুরশিরা চৌমাথা গ্রাম পঞ্চায়েতে কিছু তৃণমূল কর্মীরা শব্দবাজি ফাটাচ্ছিলেন। আর সেই সময়ই এলাকাবাসীদের একাংশ এই ঘটনার প্রতিবাদ করে সরব হয়। অভিযোগ, তখনই ঘটনাস্থলে উপস্থিত মুরশিরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান আব্দুল ওয়াহাব গাজিকে মারধর করা হয়।

আর দলীয় প্রধানকে মারধরের ঘটনাতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। তখনকার মত অবস্থা শান্তরূপ নিলেও বুধবার দলীয় প্রধানকে মারধরের ঘটনায় সিপিএমের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে সকাল ন’টা থেকে পথ অবরোধ করেন তৃনমূলের কর্মী-সমর্থকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু যেখানে সাধারণ মানুষ প্রতিবাদ জানালেন, সেখানে কিভাবে সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুললেন তৃনমূলের কর্মী-সমর্থকরা! তাহলে কি ধীরে ধীরে তৃণমূলের জনভীতি হারিয়ে যেতে বসেছে! আর তাই এখন জনরোষের শিকার হচ্ছেন তাদের দলীয় জনপ্রতিনিধিরা!

এদিন এই প্রসঙ্গে সিপিএমের বিরুদ্ধে সরব হয়ে উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধক্ষ ফিরোজ কামাল গাজি বলেন, “প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সিপিএম পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে হারের পর ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়াতেই আমাদের দলের প্রধানের উপর হামলা করা হয়েছে।” তবে তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারে সিপিএমের দিকে অভিযোগের আঙ্গুল তুললেও তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে বাম শিবির।

এদিন এই প্রসঙ্গে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক রফিকুল ইসলাম বলেন, “তৃণমূলের কিছু কর্মী অপহরণ মামলায় জেল খেটে বাড়ি ফেরার সময় চৌমাথায় বাজি ফাটানো চলছিল। সেই সময় স্থানীয়রা শব্দবাজির প্রতিবাদ করেন। আর এরপরই প্রতিবাদীদের সঙ্গে তৃণমূল ঝামেলায় জড়িয়ে পড়ে। এই ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, সামান্য শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল প্রধান প্রহৃতর ঘটনায় শাসকদল সিপিএমের বিরুদ্ধে সরব হল, তাতে তৃণমূলই সিপিএমকে খবরের শিরোনামে নিয়ে চলে এল বলে দাবি একাংশের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!