এখন পড়ছেন
হোম > রাজ্য > বামফ্রন্টকে বেঁচে থাকার মন্ত্র শেখালেন মুখ্যমন্ত্রী

বামফ্রন্টকে বেঁচে থাকার মন্ত্র শেখালেন মুখ্যমন্ত্রী


ত্রিপুরায় গেরুয়া ঝড়ে কয়েক দশকের বাম শাসনের অবসান হলো । ফলে কার্যতই বাম শিবিরের নেতা মন্ত্রীরা মানসিক ভাবে কম বেশি বিপর্যস্ত। যত আত্মসমর্পণ করবেন, তত বিলীন হয়ে যাবেন আপনারা – বামফ্রন্টকে বার্তা মুখ্যমন্ত্রীর ,বৃহস্পতিবার গাঁধীমূর্তির পাদদেশে তৃণমূল মহিলা সংগঠনের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ”সিপিএমের পাঁচটা লোক গ্রেফতার হলে হত! কিন্তু কেন আত্মসমর্পণ করলেন? যত আত্মসমর্পণ করবেন, তত বিলীন হয়ে যাবেন আপনারা।” মুখ্যমন্ত্রীর এই কথায় অসন্তুষ্ট সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির জানালেন, ”মুখে উনি যাই বলুন, তৃণমূলের কথায় আর কাজের মধ্যে বিস্তর ফারাক। বরং পশ্চিমবঙ্গে তৃণমূল যা করছে, তাতে বিজেপি বৃদ্ধিতে সাহায্য করছে।” প্রসঙ্গত উল্লেখ্য ত্রিপুরার ফল প্রকাশের আগেই মমতা বিধানসভায় সিপিএমের উদ্দেশ্যে বলেছিলেন,”আপনারা জিতলে খুশি হতাম।” সিপিএম অবশ্য এখানে তৃণমূল নেত্রীর রাজনৈতিক কূটনীতি খুঁজে পাচ্ছেন। তৃণমূল দলীয় কর্মীদের মতে ভোটে হারের পর দলীয় নেতাদের যে কথা বলা উচিত্‍ ছিল, তা মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন। ফলে ভবিষ্যতে বাম ভোটারদের একাংশ যে অল্পদিনেই জোড়াফুলপন্থী হয়ে যেতে পারেন এমন বিশ্বাস তারা রাখছেন। প্রধান বিরোধী দুই দল যখন নিজেদের মধ্যে সুসম্পর্কে স্থাপনের চেষ্টায় রত তখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন” এ তো দেখছি ঘোর কলি। কাস্তে-হাতুড়ি, জোড়াফুলেও এখন কোলাকুলি!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!