এখন পড়ছেন
হোম > রাজ্য > সিপিএম না বিজেপি- সাংসদ পদ বাঁচাতে কোন দলে যাবেন সেই অঙ্ক কষছেন অধীর চৌধুরী

সিপিএম না বিজেপি- সাংসদ পদ বাঁচাতে কোন দলে যাবেন সেই অঙ্ক কষছেন অধীর চৌধুরী


বেশ কদিন ধরেই রাজ্যের বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাছনৈতিক মহলে। মুর্শিদাবাদের এই বাদশাকে নিয়ে রাজ্যের প্রায় প্রতিটা রাজনৈতিক দলও ব্যাটিং করতে নেমে পড়েছে ময়দানে। যাতে ব্যাতিক্রম নয় বিজেপিও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন মুর্শিদাবাদে বিজেপির এক দলীয় সভায় উপস্থিত হয়ে রাহুল সিনহা বলেন, ” সিপিএম না বিজেপি কোথায় গেলে সাংসদ পদ বহাল থাকবে এখন সেই অঙ্কই কষছেন অধীর চৌধুরী।” প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বহমরমপুরে গিয়ে এক সভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপিতে আসার আহ্বান জানান রাহুল সিনহা। যদিও তাঁর পরেই মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের জেলা কার্যালয় থেকে বিজেপি নেতা রাহুল সিনহার সেই মন্তব্যে জল ঢেলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এরপর ফের এদিন মুর্শিদাবাদে জেলা শাসকের দপ্তরের সামনে “গনতন্ত্র বাচাও” এইরুপ কর্মসূচীতে যোগ দিয়ে অধীর চৌধুরীকে বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ” বাংলায় কংগ্রেসের কিছু নেই।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হলে এখানে বিজেপিই একমাত্র সঠিক হাতিয়ার।” প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে কি তাঁরা নিজেদের দলে গ্রহন করবে! সুকৌশলে এদিন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ” খুনি, আর্থিক দুর্নিতী ও নারী নির্যাতনকারী লোক বাদে আমরা সবাইকে নতুন বাংলা গড়ার কাজে বিজেপিতে যোগদানের আহ্বান জানাই।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এখন দেখার প্রদেশ কংগ্রেস সভাপতি এই ব্যাপারে আদৌ তাঁর মতামত ব্যাক্ত করেন কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!